শ্যামপুর-শিবপুরে নক আউট ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদতা • হাওড়া
শ্যামপুরে শিবপুর উদয়ন ক্লাবের উদ্যোগে পঞ্চম বর্ষ নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জিতল বাগনান চন্দ্রভাগা ফুটবল অ্যাকাডেমি। সম্প্রতি শিবপুর ফুটবল মাঠে ওই প্রতিযোগিতায় হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখী হয় বাগনান চন্দ্রভাগা ফুটবল অ্যাকাডেমি ও বাগনান কোচিং সেন্টার। ম্যাচে বাগনান চন্দ্রভাগা ফুটবল অ্যাকাডেমি ১-০ গোলে জয়ী হয়। আক্রমণ-প্রতি আক্রমণে খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে বাগনান চন্দ্রভাগা ফুটবল অ্যাকাডেমি একটি গোল করে ম্যাচে জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ রিজু দাস এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট শেখ আসলাম দু’জনেই চন্দ্রভাগা ফুটবল অ্যাকাডেমির খেলোয়াড়। খেলা পরিচালনা করেন রেফারি সমীরণ গঙ্গোপাধ্যায়। উদ্বোধন করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল।
শ্রীরামপুরে জিতল বরাহনগরের ক্লাব
নিজস্ব সংবাদদতা • হাওড়া
শ্রীরামপুরের চাতরায় পটিপাড়া নেতাজি সঙ্ঘের উদ্যোগে ছোটদের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। টসে জিতে চ্যাম্পিয়ন হল বরাহনগর কালীতলা স্পোর্টিং ক্লাব। রানার্স চন্দননগরের সুভাষপল্লি কোচিং ক্যাম্প। উদ্যোক্তারা জানান, সম্প্রতি আটটি দলকে নিয়ে আমন্ত্রণমূলক ওই জুনিয়র ফুটবল প্রতিযোগিতা হয় ক্লাবের মাঠেই। ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য অবস্থায় শেষ হয়। টাইব্রেকারেও উভয় দলই তিনটি করে গোল করে। শেষ পর্যন্ত টসে জিতে শেষ হাসি হাসে বরাহনগরের ক্লাবটি।
এর আগে চাতরার ওই ক্লাবটির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা হয় স্কুল পড়ুয়াদের নিয়ে। সাধারণ ছেলেমেয়েদের জন্য তিনটি বিভাগ ছিল। তাদের পাশাপাশি প্রতিবন্ধীরা ছেলেমেয়েরাও যোগদান করে। সব মিলিয়ে ১৯৪ জন প্রতিযোগী ছিল।
বাউড়িয়ায় রোড রেস
নিজস্ব সংবাদদতা • হাওড়া
হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের মোট ৫০ জন প্রতিযোগীকে নিয়ে গত ১ মার্চ রোড রেস হয়ে গেল বাউড়িয়ায়। পাঁচলা মোড় থেকে বুড়িখালি হাইস্কুল পর্যন্ত তিন কিলোমিটার ওই রোড রেসের উদ্যোক্তা বাউড়িয়া থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন। উদ্বোধন করেন হাওড়া জেলা অ্যাথলেটিক সেক্রেটারি সুকান্ত পাল। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সমর ভট্টাচার্য। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।
উদয়নারায়ণপুরে ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদতা • হাওড়া
হাওড়া উদয়নারায়ণ সোনাতলা সায়ন্তন পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত হল কবিতা উত্সব। ২২ ফেব্রুয়ারি, গড় ভবানীপুর সাধারণ পাঠাগারে ওই উত্সবে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবিতা সম্পর্কে আলোচনা হয়। ছিল গল্প, প্রবন্ধ পাঠ। সায়ন্তন পুরস্কার ২০১৫ পেলেন কবি সাতকর্ণী ঘোষ। চন্দ্রাদিত্য সম্পাদিত কাব্যগ্রন্থ ‘গোধূলি রং’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেন অধ্যাপিকা মনোরমা পোল্লে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, উত্তর ২৪ পরগনার ৪৫ জন কবি-সাহিত্যিক উত্সবে অংশগ্রহণ করেছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সায়ন্তন পত্রিকার সম্পাদক চন্দ্রাদিত্য চন্দ্র।