রজতজয়ন্তী বর্ষে মৃত্তিকার অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া
উত্তরপাড়ার মৃত্তিকা নাট্য সংস্থার রজত জয়ন্তী বর্ষের দশম আয়োজন এবং একাদশ তথা সমাপ্তি অনুষ্ঠান সম্প্রতি হয়ে গেল। দু’দিন ধরে দশম আয়োজন অনুষ্ঠিত হয় উত্তরপাড়া গণভবনে। সংস্থার সভাপতি তপন দাস জানান, সূচনা পর্বে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন দোয়েল বসু। দ্বিতীয় পর্বে মৃত্তিকার প্রয়োজনায় মঞ্চস্ত হয় মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটক ‘লাঠি’। প্রৌঢ়া অন্নদার চরিত্রে অষ্টাদশী সুচিস্মিতা দাঁ নজর কাড়েন। তার পরে ছিল একক অভিনয়ের নাটক ‘পুনরাবৃত্তি’। উত্তরায়ণ প্রযোজিত ওই নাটকে অভিনয় করেন লোপামুদ্রা গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় দিনের প্রথম পর্বে শিশুশিল্পী রুনা হুসেন সঙ্গীত পরিবেশন করে। তারপরে মৃত্তিকার প্রযোজনায় মোহিত চট্টোপাধ্যায়ের নাটক ‘হারামন’ মঞ্চস্থ হয়। তিনটি নাটকেরই পরিচালক তপন দাস। ‘পুনরাবৃত্তি’ নাটকের রচয়িতাও তিনি। সমাপ্তি অনুষ্ঠান হয় কলকাতার মহাবোধি সোসাইটি হলে। ‘তিনকন্যা’ শিরোনামে এই অনুষ্ঠানে তিনকন্যের একক উপস্থাপনায় ছিল নজরুলগীতি, পুরনো বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত এবং নাটক ‘পুনরাবৃত্তি’। শেষ পর্বে সংস্থার নিজস্ব দ্বি-মাসিক সাহিত্য পত্র ‘মৃত্তিকা’র ষষ্ঠ সংখ্যা প্রকাশিত হয়।
শ্যামপুরে কবি সম্মেলন
হাওড়া শ্যামপুরে রংমিলান্তি গোষ্ঠীর আয়োজনে কবি সম্মেলন ও পত্রিকা প্রকাশের অনুষ্ঠান হয়ে গেল শ্যামপুর বিডিও অফিস প্রাঙ্গণে। অনুষ্ঠান শুরু হয় সম্পাদকের ভাষণ এবং উদ্বোধনী সঙ্গীত দিয়ে। কবি সম্মেলনে গল্প, প্রবন্ধ, স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য সম্পর্কে আলোচনা ছাড়াও সঙ্গীত, আবৃত্তির আসর ছিল জমজমাট। এর পর মঞ্চে মণীশ জানা সম্পাদিত রঙমিলান্তি সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক সত্যব্রত দাস, কবি ভগীরথ মণ্ডল প্রমুখ। সম্মেলনে হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার ২৫ জন কবি, সাহিত্যক উপস্থিত ছিলেন।
চিত্র প্রদর্শনী
কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় ও বাগনানের বিরামপুর শিবকালী পল্লিমঙ্গল সমিতির উদ্যোগে এক চিত্র প্রদর্শনী হয়ে গেল। উদ্বোধন করেন অলোকনাথ পাঁজা।
সাঁকরাইল
বিশ্ব মহিলা দিবস উদ্যাপন
সোমবার। স্থান: ধূলাগোড়ি ভিডিও হল (ধূলাগোড়ি ট্রাক টার্মিনাস চত্বর)। সময়: সকাল ১০টা। উদ্যোগ: অম্বুজা ফাউন্ডেশন।
শ্রীরামকৃষ্ণের ১৮০ তম আবির্ভাব তিথি পালিত হল উলুবেড়িয়া বৃন্দাবনপুর কল্যণব্রত সঙ্ঘে।
তিনদিন ধরে ওই অনুষ্ঠান শেষ হয় রবিবার। আয়োজন করা হয়েছিল পূজাপাঠ, শোভাযাত্রা, অঙ্কন প্রতিযোগিতা।
ছাত্র-যুব সম্মেলন ও আলোচনা সভার। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের (নরেন্দ্রপুর)
স্বামী সুনিশ্চিতানন্দ, স্বামী গম্ভীরাত্মানন্দ। ছবি: সুব্রত জানা।