মারধরের অভিযোগ রেলকর্মীদের নামে

মৃতদের রেখে বিক্ষোভ ফুলেশ্বরে

এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়াল ফুলেশ্বর স্টেশনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নীরা সাঁতরা (৩৫)। বাড়ি ফুলেশ্বরের সাতমহল এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ০২:২৩
Share:

মৃতদেহ রাস্তায় ফেলে রেখে অবরোধ। ছবি: সুব্রত জানা।

এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়াল ফুলেশ্বর স্টেশনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নীরা সাঁতরা (৩৫)। বাড়ি ফুলেশ্বরের সাতমহল এলাকায়। বুধবার রাতে আহত অবস্থায় ফুলেশ্বর স্টেশন থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার দুপুরে সেখানে মারা যান তিনি।

Advertisement

মৃতের আত্মীয়দের অভিযোগ, রেলের কর্মীরা মারধর করাতেই মৃত্যু হয়েছে তাঁর। এর প্রতিবাদে এ দিন দেহ ফেলে রেখে সন্ধ্যা ৬টা থেকে স্টেশনের সামনের রাস্তা অবরোধ করেন মৃতের পরিবারের লোকজন। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় লোকজনও। উত্তেজনা বাড়তে থাকায় স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে কর্মীরা লুকিয়ে পড়েন। পরে অবশ্য রেল পুলিশের হস্তক্ষেপে ঘণ্টা তিনেক পরে অবরোধ ওঠে।

রেলের তরফ থেকে অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। রেলের হাওড়া-খড়্গপুর ডিভিশনের এক পদস্থ কর্তা জানান, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় টিকিট কাউন্টারের সামনে এসে রেলকর্মীদের গালিগালাজ করছিলেন। তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়। চলে যাওয়ার সময়ে তিনি নিজেই সিঁড়িতে পড়ে যান। কেউ তাঁকে ধাক্কা মারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement