৫০০-১০০০ টাকার নোট বাতিলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর এক সপ্তাহ কেটে গিয়েছে। নোট সমস্যায় কতটা নাজেহাল আমজনতা? না কি সমস্যা তেমন নয়? হাওড়ার জয়পুরে মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদী বেষ্টিত ভাটোরা পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম উত্তর ভাটোরা। যা জেলার দ্বীপ এলাকা হিসাবেই পরিচিত। কাছে পিঠে ব্যাঙ্ক বলতে ছুটতে হয় কমপক্ষে ১০ কিলোমিটার। গ্রামে কৃষি সমবায় থাকলেও সেখানে লেনদেন বন্ধ। গ্রাম ঘুরে সমস্যার আঁচ নিলেন আনন্দবাজারের প্রতিনিধি নুরুল আবসার।৫০০-১০০০ টাকার নোট বাতিলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর এক সপ্তাহ কেটে গিয়েছে। নোট সমস্যায় কতটা নাজেহাল আমজনতা? না কি সমস্যা তেমন নয়? হাওড়ার জয়পুরে মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদী বেষ্টিত ভাটোরা পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম উত্তর ভাটোরা। যা জেলার দ্বীপ এলাকা হিসাবেই পরিচিত। কাছে পিঠে ব্যাঙ্ক বলতে ছুটতে হয় কমপক্ষে ১০ কিলোমিটার। গ্রামে কৃষি সমবায় থাকলেও সেখানে লেনদেন বন্ধ। গ্রাম ঘুরে সমস্যার আঁচ নিলেন আনন্দবাজারের প্রতিনিধি নুরুল আবসার।
Advertisement
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০১:৩৫
Share:
ভাড়া নেওয়ার লোক নেই। পড়ে আছে ট্র্যাক্টর।—সুব্রত জানা।
নোট বাতিলের ধাক্কায় বন্ধ হতে বসেছে চাষবাস ও ছোট দোকান। পেনশনভোগীরা টাকা তুলতে যেতে পারছেন না দূরত্ব এবং ভিড়ের জন্য। মেয়ের বিয়ে কী ভাবে দেবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।