পান্ডুয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে এল পুলিশ

প্রার্থী নির্বাচন থেকে দলের পরাজয়ের পর পান্ডুয়ায় তৃণমূলের দলীয় কোন্দল চরমে। দলীয় নেতৃত্বের বাড়িতে হামলা থেকে শুরু করে কার্যালয় দখল সবই চলেছে। পরাজিত প্রার্থী রহিম নবীর বিরুদ্ধে কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পান্ডুয়া শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০১:৩১
Share:

প্রার্থী নির্বাচন থেকে দলের পরাজয়ের পর পান্ডুয়ায় তৃণমূলের দলীয় কোন্দল চরমে। দলীয় নেতৃত্বের বাড়িতে হামলা থেকে শুরু করে কার্যালয় দখল সবই চলেছে। পরাজিত প্রার্থী রহিম নবীর বিরুদ্ধে কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে হুগলি জেলা তৃণমূলের সহ-সভাপতি অসিত চট্ট্যোপাধ্যায়ের বাড়িতে হামলারও। গত মঙ্গলবার অটো ইউনিয়নের সম্পাদক নিলয় রায়কে সরাসরি পান্ডুয়া স্টেশনে না ঢোকার হুমকি দেওয়ার ফের অভিযোগ উঠেছে নবীর বিরুদ্ধে। তিনি পান্ডুয়া থানায় নবীর বিরুদ্ধে অভিযোগ করেন। পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে, বুধবার সকালে অসিত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বেশকিছু সমর্থক স্টেশন চত্বরে সভা করে পুলিশ প্রশাসনকে হুমকি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয় দখলকারী বহিরাগত দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করতে পারলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই নিয়ে উত্তেজনায় অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী স্টেশন চত্বরে মোতায়েন করা হয়।

Advertisement

অসিতবাবু বলেন, ‘‘নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় কার্যালয় দখল করে কিছু বহিরাগত এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। দল থেকে আমাদের বহিষ্কার করা হয়নি। দল যা সিদ্ধান্ত নেবে আমরা তা মাথা পেতে নেবো। কিন্তু দলের হয়ে বহিরাগতরা সন্ত্রাস চালাবে এটা মেনে নেবো না।’’

রহিম নবীর বক্তব্য, ‘‘দলের পুরনো নেতৃত্বকে পান্ডুয়াবাসী মানতে চাইছে না। তাঁদের অভিযোগ, এরা তোলাবাজ, দুর্নীতিপরায়ণ। দলীয় কার্যালয় কারও নিজের নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement