এলাকার বনস্পতি খালের উপরে ‘বিপজ্জনক’ সেতুর পরিবর্তে নতুন সেতুর দাবি দীর্ঘদিন আগেই তুলেছিলেন উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তাঁদের সেই দাবি পূরণ হল। রবিবার কামিনা এবং অভিরামপুরের মধ্যে সংযোগকারী নতুন সেতুটির উদ্বোধন করলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-২ ব্লকের বিডিও দেবব্রত রায়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১২ নাগাদ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ২০০ ফুট লম্বা এবং ৩০ ফুট চওড়া সেতুটি তৈরি করতে পূর্ত দফতরের খরচ হয়েছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা। ওই খালের উপরে পুরনো সেতুটি দীর্ঘদিন আগেই জীর্ণ হয়ে পড়েছিল। সেটি ‘বিপজ্জনক’ বলে চিহ্নিতও হয়েছিল। তা সত্ত্বেও বিকল্প রাস্তা না থাকায় ওই পঞ্চায়েত এলাকার প্রায় হাজার তিরিশ বাসিন্দা জীর্ণ সেতুটিই ব্যবহার করছিলেন। ওই সেতুতে বাস, অটো-সহ অন্য যানবাহনও চলত। সেতু দিয়েই কামিনা স্কুল, পঞ্চায়েত অফিস, উপ-স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। নতুন সেতুটি চালু হওয়ায় গ্রামবাসীরা উপকৃত হবেন বলে মনে করছেন উলুবেড়িয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মণ্ডল।