চন্দননগরে তোলা নিজস্ব চিত্র।
উপলক্ষ ছিল, প্রয়াত ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার ৭৬তম জন্মদিন উদযাপন। সেই উপলক্ষ্যে সোমবার দিনভর ক্রিকেট উৎসবে মেতে রইল চন্দননগরের শহিদ কানাইলাল ক্রীড়াঙ্গন (কুঠির মাঠ)। প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচের মাঝে হল ডালমিয়ার আবক্ষ মূর্তি উন্মোচন। উপস্থিত ছিলেন জগমোহন ডালমিয়ার পুত্র তথা সিএবির যুগ্মসচিব অভিষেক ডালমিয়া, পুত্রবধূ কোয়েলি ডালমিয়া, সিএবি কর্তা সুবীর গঙ্গোপাধ্যায়, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। আয়োজকদের ভূমিকায় খুশি অভিষেক জানান, চন্দননগরের খেলাধূলার জন্য তিনি শীঘ্রই সুখবর নিয়ে আসবেন।
টি-টোয়েন্টি ম্যাচে ডালমিয়া একাদশকে ২ উইকেটে হারিয়ে দেয় ডালমিয়া একাদশ এবং সিএসএ (চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন)। ডালমিয়া একাদশে ছিলেন কলকাতা ময়দানে নিয়মিত খেলা কয়েকজন ক্রিকেটার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডালমিয়া একাদশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৭৯ রান করে। ওপেনিং ব্যাটসম্যান কাজি জুনাইদ সফি ৩৪ বলে ৪৩ রান করেন। বাঁ হাতি ব্যাটসম্যান শুভজিৎ দাস ১১ বলে ২৫ রান করে আউট হন। কৌশিক গিরি করেন ১৭ বলে ৩৮ রান। বড় রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই তিনটি উইকেট হারায় চন্দননগরের দলটি। তবে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা খেলা ধরেন। চার নম্বরে ব্যাট করতে নেমে অর্ণব ঘোষ করেন ২৯ রান। অভিজিৎ দেবনাথ ৩৮ এবং অমিত শর্মা ২৮ রান করেন। চার বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেন চন্দননগরের ছেলেরা। দু’টি ইনিংসের মাঝের বিরতিতে জগমোহন ডালমিয়ার মূর্তি উন্মোচন করা হয়।