কামারকুণ্ডুতে পুণ্যার্থী-সহ দুর্ঘটনায় মৃত ৪
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর
তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল তিন পুণ্যার্থীর। মারা যান স্থানীয় এক ব্যবসায়ীও। আহত হন দুই পুণ্যার্থী। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে হুগলির কামারকুণ্ডুতে বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে। রাত পর্যন্ত মৃত পুণ্যার্থীদের নাম জানা যায়নি। রঞ্জন কোলে (৪৫) নামে মৃত ব্যবসায়ী স্থানীয় দলুইগাছার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ একটি খালি ট্রাক সিঙ্গুরের দিক থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। কামারকুণ্ডুর দলুইগাছা হোটেল ধারে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রঞ্জনবাবুকে ধাক্কা মারে। তার পরে তিন পুণ্যার্থীকে চাপা দেয়। চার জনই ঘটনাস্থলে মারা যান। এর পরে আরও দু’জনকে ধাক্কা মারে গাড়িটি। শেষে একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। বেগতিক বুঝে চালক ট্রাক থেকে নেমে পালান। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রাকটি পুলিশ আটক করেছে।
বিজেপি কর্মীকে মার
নিজস্ব সংবাদদাতা • হরিপাল
এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিপালের বন্দিপুরে। পুলিশে অভিযোগ জানিয়েছেন প্রহৃত প্রদীপ বিশ্বাস। পুলিশ সূত্রের বক্তব্য, কয়েক দিন আগে প্রহৃত ব্যক্তি গ্রামেরই এক জনকে মারধর করেন। তার বদলা নিতেই এ দিন তাঁকে পাল্টা মারধর করা হয়।
চাঁপদানিতে ২৫ কেজি গাঁজা-সহ দুষ্কৃতী ধৃত
গাঁজা সমেত এক দুষ্কৃতীকে শনিবার বিকেলে ভদ্রেশ্বরের চাঁপদানি থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রকাশ রাজভড়। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভদ্রেশ্বর-সহ হুগলির কয়েকটি থানা এলাকায় খুন, ডাকাতি, ছিনতাই এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। আগেও সে পুলিশের হাতে ধরা পড়েছিল। হাজতবাসও করতে হয়। সম্প্রতি জামিন পায়। এ দিন গোপন সূত্রে পুলিশ জানতে পারে, প্রকাশ দু’ব্যাগ গাঁজা নিয়ে ডালহৌসি ছাইগাদা এলাকা থেকে আরবিএস রোড ধরে চাঁপদানির দিকে যাবে। ভদ্রেশ্বর থানার ওসি অনুদু্যুতি মজুমদারের নেতৃত্বে এক দল পুলিশ চাঁপদানির ডিভিসি খালের পাশে ওত্ পাতে। প্রকাশ আসতেই তাকে ধরা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ১৩ কেজি এবং অন্য ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, ওই গাঁজা চাঁপদানিতে আনা হয় নদিয়া থেকে। প্রকাশ তা বিভিন্ন জায়গায় সরবরাহ করার ব্যবসা করত। ধৃতকে রবিবার চন্দননগর আদালতে পেশ করা হয়।
আরামবাগে মহিলা থানা
রবিবার দুপুরে আরামবাগ থানা চত্বরে পৃথক মহিলা থানার উদ্বোধন হল। থানার উদ্বোধন করে আই জি (পশ্চিমাঞ্চল) সিদ্ধিনাথ গুপ্তা বলেন, “দেশের বড় সমস্যা মহিলাদের উপর অত্যাচার। মহিলাদের উপর সংঘটিত বিভিন্ন অপরাধের তদন্তের দ্রুত নিষ্পত্তি করে অভিযুক্তদের সাজার ব্যবস্থা করতেই পৃথক মহিলা থানার ব্যবস্থা।” পাশাপাশি থানায় পুলিশ কর্মীদের ভাল ব্যবহার করার কথাও বলেন সিদ্ধিনাথ। অনুষ্ঠানে ছিলেন ডিআইজি অজয় নন্দা, হুগলির পুলিশ সুপার সুনীল চৈধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কোটেশ্বর রাও, এসডিপিও (আরামবাগ) শিবপ্রসাদ পাত্র প্রমুখ। মহিলা থানায় একজন সাব ইন্সপেক্টর তথা ওসি, একজন অ্যাসিস্টেটেন্ট সাব ইন্সপেক্টর, ১০ জন কনস্টেবল এবং ১০ জন সিভিক ভলান্টিয়ার থাকছেন। এদিন অনুষ্ঠানে মহকুমায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জন করা আট মহিলাকে ‘অপরাজিতা’ পুরস্কার দেওয়া হয় জেলা পুলিশের তরফে।