জয়ী কালসাপা ফুটবল ক্লাব
নিজস্ব সংবাদদাতা • বাউড়িয়া
হাওড়া জেলার বাউড়িয়ার বউলখালি নেতাজি সঙ্ঘের উদ্যোগে নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ফুলেশ্বরের কালসাপা ফুটবল ক্লাব। গত ৬ মার্চ থেকে তিন দিন ধরে চলা ওই প্রতিযোগিতার ফাইনালে তারা ২-০ গোলে হারিয়ে দেয় আমতার আরতি সঙ্ঘকে। দ্বিতীয়ার্ধে গোল দু’টি করেন নাসিম মল্লিক এবং শেখ সফিকুল। খেলা হয় পূর্ব বুড়িখালির এলাকার একটি সিনেমা হল সংলগ্ন মাঠে। ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন যথাক্রমে নাসিম এবং সফিকুল। প্রতিযোগিতার সেরা গোলকিপার চ্যাম্পিয়ন দলের শেখ নাসিম। উদ্যোক্তারা জানিয়েছেন, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আমতা আরতি সঙ্ঘের শেখ কুতুবুদ্দিন। প্রতিযোগিতায় হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার মোট ১৬টি দল যোগ দিয়েছিল। উদ্বোধন করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় সমর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হায়দার আজিজ সফি প্রমুখ। খেলায় ধারাবিবরণী দেন সমর অধিকারী।
রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ
রাস্তা সারানোর দাবিতে রাস্তা কেটে গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল থেকে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকায় বিক্ষোভ চলে। এই ওয়ার্ডের মধ্যে দিয়ে যাওয়া প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। বহুবার পুর কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানায় বাসিন্দারা।
দেহ উদ্ধার
মাফলারের ফাঁস লাগানো এক অজ্ঞাত যুবকের দেহ উদ্ধার করল গোবরডাঙার ফাঁড়ির পুলিশ। বুধবার সকাল ৭টা নাগাদ স্থানীয় গড়পাড় এলাকায় শ্রী চৈতন্য বিদ্যালয়ের পিছনে একটি গাছের ডাল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।