গাঁধী ময়দানে নিষিদ্ধ হল সভা

কাঁচরাপাড়া পুর এলাকায় গাঁধী মোড়ে এ বার থেকে রাজনৈতিক বা অরাজনৈতিক কোনও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে আদালতে জানাল রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ০৩:০০
Share:

বারণ: গাঁধী ময়দানে আর সমাবেশের অনুমতি মিলবে না। —নিজস্ব চিত্র।

কাঁচরাপাড়া পুর এলাকায় গাঁধী মোড়ে এ বার থেকে রাজনৈতিক বা অরাজনৈতিক কোনও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে আদালতে জানাল রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এ কথা নিয়েছেন রাজ্যের কৌঁসুলি অমিতেশ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

১০ ডিসেম্বর গাঁধী মোড়ে সভা করতে চেয়ে বীজপুর থানা এবং কাঁচরাপাড়া পুরসভার কাছে আবেদন জানিয়েছিলেন বিজেপি-র স্থানীয় নেতা উজ্জ্বল দাস। পুলিশ বা পুর প্রশাসন তাঁর আবেদন নিয়ে উচ্চবাচ্য না করায় তিনি হাইকোর্টে মামলা করেন। তাঁর আইনজীবী অজয় চৌবে আদালতে জানান, পুলিশ ও পুর প্রশাসনের কাছে তাঁর মক্কেল জানিয়েছিলেন, ১০ ডিসেম্বরের বদলে অন্য যে কোনও দিন সভা করার অনুমতি পেলেও চলবে। সোমবার মামলাটি শুনানির জন্য উঠেছিল। বিচারপতি বসাক সরকারি কৌঁসুলিকে নির্দেশ দিয়েছিলেন, সভার অনুমতি দেওয়া নিয়ে প্রশাসনের বক্তব্য জেনে আদালতকে জানাতে। এ দিন অমিতেশবাবু জানান, গাঁধী মোড় স্টেশন রোডের একটি ঘিঞ্জি জায়গায়। সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক কোনও দল বা সংগঠনকে সভা-সমাবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ও পুর প্রশাসন। মামলার আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, সে ক্ষেত্রে অন্যত্র সভা করার অনুমতি দেওয়া হোক। বিচারপতি বসাক সরকারি কৌঁসুলিকে নির্দেশ দেন, অন্যত্র কোথায় সভা করতে দেওয়া যেতে পারে, তা খতিয়ে দেখে আবেদনকারীকে জানিয়ে দিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement