লরির পিছনে ধাক্কা গাড়ির, মৃত ১

বালিবোঝাই লরির পিছনে ধাক্কা মারায় মৃত্য হল গাড়ির এক আরোহীর। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়ার কাশ্যপপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমলারানি সিংহ(৬৫)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের মারিশদা এলাকায়। আহতদের হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০২:৫০
Share:

বালিবোঝাই লরির পিছনে ধাক্কা মারায় মৃত্য হল গাড়ির এক আরোহীর। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়ার কাশ্যপপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমলারানি সিংহ(৬৫)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের মারিশদা এলাকায়। আহতদের হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে চার জন আরোহীকে নিয়ে মেদিনীপুর থেকে দমদমে নেতাজি সুভাষ বোস বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িটির সামনে ছিল একটি বালিবোঝাই লরি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মুম্বই রোডে কুলগাছিয়ার কাশ্যপপুর এলাকায় কর্তব্যরত পুলিশ বালির লরিটিকে রাস্তার উপরেই হাত দেখিয়ে দাঁড় করায়। চলতে চলতে আচমকা লরিটি দাঁড়িয়ে পড়ায় পিছনে থাকা গাড়িটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে। যার ফলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘুরুতর জখম হন গাড়ির চার আরোহী। পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অমলাদেবীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।

দুঘর্টনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় মানুষ অভিযোগ করেন, প্রতিদিনই পুলিশ ওই জায়গায় এই ভাবে মালবোঝোই লরি ধরে তোলা আদায় করে। এ দিন সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে। জেলা পুলিশের এক কর্তা জানান, ৬ নম্বর জাতীয় সড়কের এই অংশে প্রশাসনের নির্দেশ মতোই লরি চেকিং করা হয়। কিন্তু এ দিন লরি চেকিংয়ের সময় হঠাৎই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পিছনে এসে ধাক্কা মারাতেই এই দুর্ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement