TMC

kalyan Banerjee: রাজ্যপাল বিজেপি-র ‘শনি’, যত ঘুরবেন তত ভাল, তীব্র আক্রমণ কল্যাণের

কটাক্ষ করে কল্যাণ বলেন, ‘‘রাজ্যপাল চরকির মতো ঘুরে বেড়ান। নির্বাচনের আগে অনেক ঘুরেছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২০:৫৪
Share:

ফাইল চিত্র

ফের রাজ্যপালকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে রবিবার একটি রক্তদান শিবিরে যোগ দিতে আসেন কল্যাণ। সেখান থেকেই রাজ্যপাল জগদীর ধনখড়কে ‘বিজেপি-র শনি’ বলে আক্রমণ করলেন তিনি। দিল্লি থেকে গতকালই ফিরেছেন ধনখড়। এ বার উত্তরবঙ্গ সফরে যাবেন। রাজ্যপালের সফর নিয়ে কটাক্ষ করে কল্যাণ বলেন, ‘‘রাজ্যপাল চরকির মতো ঘুরে বেড়ান। নির্বাচনের আগে অনেক ঘুরেছেন। বিজেপি-কে আনতে পারেননি। উনি যত ঘুরবেন, তত ভাল। উনি তো বিজেপি-র শনি।’’

Advertisement

রাম মন্দিরের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়েও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন কল্যাণ। বলেন, ‘‘রাম মন্দিরের জমি দুর্নীতির মতো আরও অনেক কেলেঙ্কারি বার হবে। গোটা ভারত বিজেপি-র কেলেঙ্কারিতে ভর্তি হয়ে আছে। ২০২৪-এ মোদীকে বাড়ি ফিরে যেতে হবে। বিরোধী দলের জায়গায় বসারও অবস্থা থাকবে না।’’

সোমবারই রাজ্যপাল দার্জিলিং যাচ্ছেন। সেখানে ৭ দিন থাকার কথা রয়েছে তাঁর। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। আর সেই উত্তরবঙ্গ নিয়েই বিজেপি সাংসদ জন বার্লা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছিলেন। তা নিয়েও আক্রমণ করেন কল্যাণ। বলেন, ‘‘উনি নতুন সাংসদ হয়েছেন। উনি পশ্চিমবঙ্গ চেনেন না ভাল করে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement