গোলাম রসুল খান এবং শাকিলা খাতুন। নিজস্ব চিত্র।
আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালিবান। রাজধানী কাবুল-সহ বিভিন্ন এলাকা জুড়ে শুরু হয়েছে হিংসা এবং হানাহানি। আর টিভির পর্দায় এই ছবি দেখে শিউরে উঠছেন বাঁকড়া খানপাড়ার একটি পরিবার। কারণ সেই পরিবারের মেয়ে, জামাই, নাতি-নাতনিরা কাবুলে রয়েছেন। তাঁদের কোন খবর পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সূত্রের খবর, খানপাড়ায় থাকতেন পেশায় কাবুলিওয়ালা গোলাম রসুল খান। সুদের কারবার করতেন। বছর দশেক আগে এলাকার মেয়ে শাকিলা খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর পাঁচ বছর ওই দম্পতি এলাকাতেই থাকতেন। বছর পাঁচেক আগে রসুল সস্ত্রীক ফিরে যান আফগানিস্তানের বাড়িতে।
শাকিলার মা নৌসাদি বেগম জানিয়েছেন, কাবুল থেকে কিছু দূরে কোরামা এলাকার গ্রামে রসুলের বাড়ি। সেখানেই তাঁর মেয়ে, জামাই এবং চার নাতি-নাতনির বসবাস। নৌসাদি বৃহস্পতিবার বলেন, ‘‘আমার মেয়ে মাসে অন্তত দু’বার করে ফোন করত। আসলে যেখানে ওদের বাড়ি, সেখানে মোবাইলে টাওয়ার পাওয়া যেত না। শহরে এসে ফোন করতে হত।’’
নৌসাদি জানান, ‘‘মাস দু’য়েক আগে শেষবার মেয়ের সঙ্গে তাঁরা ফোনে কথা হয়। তারপর আর কোনও যোগাযোগ করা যায়নি। গত রবিবার কাবুলের পতনের পর তিনি অনেক বার ফোন করেও মেয়ে-জামাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এই মুহূর্তে তাই তাঁরা অত্যন্ত উদ্বেগে আছেন। তিনি বলেন, ‘‘আফগানিস্তান থেকে একটা ফোনের অপেক্ষায় রয়েছি। টিভির পর্দায় গন্ডগোলের খবর দেখে উদ্বেগ বেড়ে গিয়েছে। আমরা চাই, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ঘরে ফিরুক মেয়ে, জামাই এবং নাতি-নাতনিরা।’’