West Bengal

মল্লিকঘাটের ফুটব্রিজ নিয়ে বৈঠক রাজভবনে

স্থানীয় কাউন্সিলর সন্তোষ এবং ফুল বাজারের প্রতিনিধি হিসেবে অমিতাভ চক্রবর্তী বৈঠকে উপস্থিত ছিলেন। তবে পূর্ব রেলের তরফে কেউ এ দিন বৈঠকে ছিলেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ০৭:৩৫
Share:

রাজভবনে বৈঠকের পরে কাউন্সিলর সন্তোষ পাঠক, অমিতাভ চক্রবর্তীরা। —নিজস্ব চিত্র।

মল্লিকঘাট ফুলবাজারে ফুটব্রিজ পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নিয়ে বৈঠক হল রাজভবনে। ফুল ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের স্বার্থে ওই ফুটব্রিজটি ফের গড়ে তুলতে উদ্যোগী হওয়ার জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে আবেদন জানিয়ছিলেন কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক। পুরনো ফুটব্রিজটি ছিল কলকাতা বন্দর কর্তৃপক্ষের জমির উপরে, নীচে চক্র রেলের লাইন। কাউন্সিলরের কাছ থেকে গোটা বিষয়টি জানার পরে বন্দর কর্তৃপক্ষ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ ও পূর্ব রেলের প্রতিনিধিদের নিয়ে শুক্রবার বৈঠক ডাকা হয়েছিল রাজভবনে। স্থানীয় কাউন্সিলর সন্তোষ এবং ফুল বাজারের প্রতিনিধি হিসেবে অমিতাভ চক্রবর্তী বৈঠকে উপস্থিত ছিলেন। তবে পূর্ব রেলের তরফে কেউ এ দিন বৈঠকে ছিলেন না। আলোচনায় ঠিক হয়েছে, ফুটব্রিজটি কী ভাবে আবার গড়ে তোলা যায়, রাজভবন থেকে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে চিঠি দিয়ে তার জন্য পরামর্শ চাওয়া হবে। সূত্রের খবর, বৈঠকে প্রতিনিধিদের রাজ্যপালের বিশেষ সচিব বলেছেন, রাজ্যপাল ওই ব্রিজটি পুনর্নির্মাণের বিষয়ে খুবই আন্তরিক। সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ায় রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন কাউন্সিলর সন্তোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement