সাংবাদিক বৈঠকে কলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজ। — নিজস্ব চিত্র
চলতি মাসের শেষেই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিলের খসড়া জমা পড়তে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতরে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজ জানান, ২০১৭ সালের জুলাই থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এই কলেজ।
রাজারহাটে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের দু’টি ভবন তৈরি হয়ে গিয়েছে। হস্টেল এবং লাইব্রেরি তৈরির কাজ চলছে। জেভিয়ার্স কর্তৃপক্ষ এ দিন জানিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকারের সাহায্যের প্রত্যাশী তাঁরা। ফেলিক্স রাজ বলেন, ‘‘বর্তমানে বহু ক্ষেত্রেই সরকার পিপিপি মডেলে কাজ করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই মডেল প্রয়োগে সরকার উদ্যোগী হলে আমাদের সুবিধাই হবে।’’ ২০১৭ থেকে বিবিএ, এমবিএ, বিকম, এমকম, এবং এমএসডব্লিউ বিষয় নিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন।
শুধু বিশ্ববিদ্যালয় তৈরি নয়, বর্তমান কলেজেই গবেষণার উপরেও জোর দিচ্ছেন জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ। চলতি শিক্ষাবর্ষ থেকেই মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বাণিজ্য ও পদার্থবিদ্যায় গবেষক নেওয়া হবে। জুন অথবা জুলাই মাসেই এই সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ ফেলিক্স রাজ।
গবেষণার জন্য কোর্স ওয়ার্ক শুরু হবে অগস্ট মাস থেকে। সংশ্লিষ্ট বিষয়ের যোগ্য অধ্যাপক ৬ জন করে পড়ুয়াকে নিতে পারবেন গবেষণার জন্য। বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে যাওয়ার পরেও কলেজে এই গবেষণা চালাতে কোনও সমস্যা নেই বলেই জানান তিনি। ২০১৭ তে বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে আরও নতুন পাঠ্যক্রম শুরুর দিকে নজর দেবেন কর্তৃপক্ষ। তবে এ সবের জন্য, বিশেষ করে শিক্ষকদের সাম্মানিক ও ব্যয়ভার চালাতে সরকারের পৃষ্ঠপোষকতার প্রত্যাশী সেন্ট জেভিয়ার্স।
বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করে শিক্ষার আদানপ্রদানের বিষয়য়েও উদ্যোগী হচ্ছেন কলেজ কর্তৃপক্ষ। এই বছর অক্টোবর মাসে জয়পুরে জেভিয়ার্স কলেজের প্রাক্তনী সংসদের বৈঠক আয়োজিত হবে জানিয়েছেন কর্তৃপক্ষ।