পেনশন নথির ঘরে আগুন পুরভবনে

কলকাতা পুরসভার মূল ভবনের একটি বন্ধ ঘরে আগুন লাগে রবিবার রাতে। চলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আধ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৩
Share:

পোড়া কাগজপত্র। রবিবার রাতে পুরভবনে অগ্নিকাণ্ডের পরে। ছবি :দীপঙ্কর মজুমদার।

কলকাতা পুরসভার মূল ভবনের একটি বন্ধ ঘরে আগুন লাগে রবিবার রাতে। চলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আধ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকল জানায়, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তাদের ধারণা। একটি টেবিল ফ্যান থেকে প্রথমে আগুন ছড়ায়। তা ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি কম্পিউটারে। ধোঁয়ায় ভরে যায় ৩৭ নম্বর ঘরটি। কম্পিউটার ছাড়াও বেশ কিছু নথিপত্র নষ্ট হয়েছে। পুরসভার খবর, ওই ঘরে পেনশন সংক্রান্ত কাগজপত্র থাকে। রাতে আগুন লাগে নর্থ চৌরঙ্গির ক্রুকেড লেনে আয়কর দফতরের একটি অফিসেও। দমকল আসে। তবে রক্ষীরাই আগুন নিভিয়ে ফেলেন। সেখানেও শর্ট সার্কিটের কথা বলছে দমকল। কিছু কাগজপত্র পুড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement