আইন হাতে নিতে নিষেধ গুরুঙ্গকে

শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি এ দিন মাত্র ২৫ মিনিট চলায় সেই ঝুলেই রইল গুরুঙ্গের ভাগ্য। এ দিন গুরুঙ্গের পক্ষে আইনজীবী পি এস পাটওয়ালিয়াই তাঁর সওয়াল শেষ করতে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০৩:২৭
Share:

বিমল গুরুঙ্গকে ফাঁসানো হয়েছে— এই দাবির প্রমাণে এ দিন একাধিক তথ্য পেশ করেন ফেরার মোর্চা নেতার আইনজীবী। কিন্তু এ দিনের শুনানির সময় সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনশৃঙ্খলা নিজেদের হাতে নিতে চাওয়াও উচিত নয়।

Advertisement

শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি এ দিন মাত্র ২৫ মিনিট চলায় সেই ঝুলেই রইল গুরুঙ্গের ভাগ্য। এ দিন গুরুঙ্গের পক্ষে আইনজীবী পি এস পাটওয়ালিয়াই তাঁর সওয়াল শেষ করতে পারেন। রাজ্য সরকারের তরফে আদালতে হাজির ছিলেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি। সময়ের অভাবে তাঁরা আজ মুখ খোলার সুযোগ পাননি। গুরুঙ্গের বিরুদ্ধে যে ৫৩টি এফআইআর এবং ঝুলে থাকা ২৪টি মামলার কথা বারবার করে বলে আসছে রাজ্য, এ দিন সেই সংক্রান্ত কাগজপত্র নিয়ে সওয়াল করেন পাটওয়ালিয়া। তিনি দাবি করেন, সরকারের তরফে করা ৩৩টি এফআইআর একেবারে হুবহু এক। তাঁর আরও দাবি, সারদা মামলার মতো এ ক্ষেত্রেও তদন্তের দায়িত্ব দেওয়া হোক সিবিআই-কে। গুরুঙ্গের তরফে দাবি করা হয়েছিল, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। এ দিন শীর্ষ আদালত জানায়, শান্তিপূর্ণ আন্দোলন একটি বিষয়, আর হাতে আইনশৃঙ্খলা নিতে চাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। আগামী সোমবার ওই মামলার ফের শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement