প্রাথমিক টেট পিছিয়ে যাওয়ায় সুফল পাচ্ছেন ২০১২ সালের অনেক পরীক্ষার্থী। ২০১২-র যে-সব প্রার্থী কাল, রবিবার ৩০ অগস্টের পরীক্ষায় বসার জন্য অ্যাকনলেজমেন্ট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাঁরা হাতে আরও এক সপ্তাহ সময় পাবেন।
আগামী সোমবার, ৩১ অগস্ট থেকে এক সপ্তাহ তাঁরা ওয়েবসাইট থেকে ফের ওই অ্যাকনলেজমেন্ট কার্ড ডাউনলোড করতে পারবেন বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার জানিয়ে দিয়েছেন।
টেটের বিজ্ঞপ্তি বেরোনোর পরে জানানো হয়েছিল, পুরনো প্রার্থীদের আর নতুন করে পরীক্ষায় বসার আবেদন করার কোনও দরকার নেই। পুরনো অ্যাডমিট কার্ড দেখিয়েই পরীক্ষায় বসা যাবে।
কিন্তু পরে জানানো হয়, অ্যাডমিট কার্ডের সঙ্গে অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকা বাধ্যতামূলক। পরীক্ষার দিন আসল অ্যাডমিট কার্ড, অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং তার দু’টি প্রতিলিপি নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হলে তবেই পরীক্ষায় বসতে পারবেন তাঁরা। দু’টি প্রতিলিপির মধ্যে একটি জমা নিয়ে নেবেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মীরা। আর অন্য প্রতিলিপিটি দেওয়া হবে পরীক্ষার্থীকে। এই ব্যবস্থার কথা ঘোষণা করার পরেও পর্ষদের ওয়েবসাইট থেকে অনেক প্রার্থীই সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারেননি। এই নিয়ে পর্ষদের কাছে একাধিক অভিযোগও জমা পড়েছে। কিন্তু এত দিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
টেটের একটি প্রশ্নপত্রের বান্ডিল বাস থেকে উধাও হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পরীক্ষাটিই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার। ঠিক হয়, ৩০ অগস্টের বদলে ৪ অক্টোবর পূর্বনির্ধারিত কেন্দ্রেই নেওয়া হবে পরীক্ষা। সে-ক্ষেত্রে আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে ২০১২ সালের আবেদনকারীদের।
বিকাশ ভবনের বৈঠকে পার্থবাবু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ২০১২ সালের ওই পরীক্ষার্থীদের বিষয়ে নজর দিতে বলেছিলেন। সেই সব প্রার্থীর কথা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’
পর্ষদ এ বিষয়ে যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করবে বলে জানান মন্ত্রী।