বছরের শুরুতে ৬ জুলাই ইদের ছুটি ঘোষণা করেছিল নবান্ন। মঙ্গলবার অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যে ৭ জুলাই, বৃহস্পতিবার ইদ পালিত হবে। তাই ৬-৭ জুলাই সব সরকারি অফিস বন্ধ থাকবে। তথ্য-সংস্কৃতি দফতর জানাচ্ছে, ৬ জুলাই ইদের ছুটি বহাল থাকছে। ইদ পালনের দিন নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষিতে ৭ জুলাই এনআই অ্যাক্টে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দু’দিন বন্ধ থাকবে ব্যাঙ্কও। কেন্দ্রীয় সরকার ৬-এর বদলে ৭ জুলাই ইদের ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রের কর্মিবর্গ প্রশিক্ষণ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লির বাইরে কেন্দ্রীয় অফিসগুলিতে এমপ্লয়িজ কো-অর্ডিনেশন কমিটিই (যেখানে ওই কমিটি কার্যকর নয়, সেখানে অফিসের প্রধানেরা) রাজ্যের ইদের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটির দিন ঠিক করে নিতে পারবে।