—প্রতীকী ছবি।
পৌষমেলা উপলক্ষে পর্যটকদের ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন। শুক্রবার একটি প্রেস বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। রেলের এমন উদ্যোগে খুশি বোলপুর-শান্তিনিকেতনের বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা।
বিগত তিন বছর শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে বিশ্বভারতী আয়োজিত পৌষমেলা না-হওয়ায় বহু ব্যবসায়ীকে ক্ষতির মুখে পড়তে হয়েছে। এ বার সেই মাঠেই পুনরায় পৌষমেলার আয়োজন হওয়ায় রেকর্ড সংখ্যক লোকসমাগম হবে বলে মনে করছে জেলা প্রশাসন। ২৪ থেকে মেলা শুরু হয়ে চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে রামপুরহাট পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এই ট্রেনটি হাওড়া থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে ১১টা ১০ মিনিটে রামপুরহাটে পৌঁছবে। আবার বিকেল ৩টে সময় রামপুরহাট স্টেশন ছেড়ে হাওড়া পৌঁছবে সন্ধ্যা ৭টায়। বিশেষ ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, প্রান্তিক, আমোদপুর ও সাঁইথিয়া স্টেশনে থামবে। কৌশিক মিত্র বলেন, “এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণির আসন থাকবে। যা সাধারণ মানুষের নাগালের মধ্যে। এতে অনেক যাত্রী উপকৃত হবেন।’’