প্রতীকী ছবি।
সিএএ, এনআরসি এবং এনপিআর-এর বিরোধিতায় এ বার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সামনে রেখে পথে নামছে ডিএসও। বিদ্যাসাগরের জন্মের ২০০ বছর পূর্তি উপলক্ষে তাঁর জন্মস্থান বীরসিংহ, কর্মাটাঁড় এবং শিলিগুড়ি থেকে কলকাতার কলেজ স্কোয়্যার পর্যন্ত ‘অঙ্গীকার যাত্রা’ করবে তারা। যার উদ্দেশ্য— বিদ্যাসাগরের ‘নবজাগরণ’-এর মূল্যবোধ প্রচার করে ‘বিভেদকামী’ সিএএ, এনআরসি এবং এনপিআর-কে প্রতিহত করা। শিলিগুড়ি থেকে ওই যাত্রা শুরু হবে কাল, শনিবার। আর বীরসিংহ এবং কর্মাটাঁড় থেকে ওই যাত্রা শুরু হবে যথাক্রমে ৪ এবং ৫ ফেব্রুয়ারি। তিনটি যাত্রাই শেষ হবে ৭ ফেব্রুয়ারি কলেজ স্কোয়্যারে বিদ্যাসাগর মূর্তির নীচে।