গ্রাফিক: সন্দীপন রুইদাস
রাজ্যে সামান্য বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৯৬২ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সোমবারের তুলনায় যা সামান্য বেশি। তবে কমেছে সংক্রমণের হার, মৃত্যুও। শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৯১ শতাংশ। মৃত্যুও কমে হয়েছে ১৭।
কিন্তু এর মধ্যেই চিন্তায় রাখছে দুটি জেলা। একসময়ে সংক্রমণের শীর্ষে থাকা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় এখন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে অনেকটাই কমেছে। কিন্তু উল্লেখযোগ্য ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিং জেলায়। শেষ ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে ১৩৪ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। দার্জিলিংয়ে সেই সংখ্যাটা ৯২।
রাজ্যে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭ হাজার ২৪১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ১৬ হাজার ৭৫১ জনের। শেষ ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ২৭৯ জনের। সেই বিচারে সংক্রমণের দৈনিক হার দাঁড়িয়েছে ১.৯১ শতাংশ। ধীর গতিতে হলেও রাজ্যে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। মঙ্গলবার রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬২০ জন।
দার্জিলিংয়ের সমানে সামনে উত্তর ২৪ পরগনাতেও ৯২ জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে। কিন্তু তা আগের থেকে অনেক কম। পাশাপাশি, কলকাতায় ৫৯, দক্ষিণ ২৪ পরগনায় ৫৫, জলপাইগুড়িতে ৫৬, হুগলিতে ৪৯ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সংক্রমণ একেবারে তলানিতে এসে ঠেকেছে পুরুলিয়া, মালদহ ও বীরভূমে। এই জেলাগুলিতে যথাক্রমে ৩, ৬ ও ৯ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
টিকাকরণ বেড়েছে শেষ ২৪ ঘণ্টায়। রাজ্যে ৩ লক্ষ ২৬৩ জন টিকা পেয়েছেন এই সময়ের মধ্যে। মোট টিকাপ্রাপ্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৬০ হাজার ৮০৮