Coronavirus in West Bengal

দৈনিক সংক্রমণ ৪ হাজারের উপরেই, মোট সুস্থ ৩ লক্ষ ছাড়াল

এ দিন স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ২১:১০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গত কয়েক দিন ধরে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজারের উপরেই ঘোরাফেরা করছে। শনিবারও তার ব্যতিক্রম হল না। তবে রাজ্যে মোট সুস্থের সংখ্যা এ দিন ৩ লক্ষ ছাপিয়ে গিয়েছে। সেই সঙ্গে সামান্য বেড়েছে সুস্থতার হার। গত কয়েক দিনের তুলনায় এ দিন কমেছে মৃতের সংখ্যাও।

Advertisement

এ দিন স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত কাল তা ছিল ৪ হাজার ১৪৩ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৩ লক্ষ ৪৫ হাজার ৫৭৪। এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মানুষ নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন উত্তর ২৪ পরগনায়, ৮৯৬ জন। কলকাতায় এ দিন আক্রান্তের সংখ্যা ৮৯৫। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে সংক্রমণের সংখ্যা দুশোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। যা গত কালকের থেকে কম। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা হল ৬ হাজার ৪২৭ জন। এ দিন কলকাতায় ১৯ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১৪ জন। এ ছাড়াও হুগলিতে ৫ জন, নদিয়ায় ৪ জন, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।

Advertisement

(গ্রাফে হোভার টাচ করলে দিনের পরিসংখ্যান দেখা যাবে।)

আরও পড়ুন: দেশে দৈনিক সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ ও দিল্লি

২৪ ঘণ্টায় যত জনের কোভিড টেস্ট করা হয় এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। অক্টোবরের শুরু দিকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার অনেকটাই কম ছিল। কিন্তু পরের দিকে সেই হার উদ্বেগজনক ভাবে বাড়তে শুরু করে। গত কয়েক দিন ধরেই সংক্রমণের হার ৯ শতাংশের উপরেই ঘোরাফেরা করছে। এ দিনও সেই ছবি অব্যাহত। গত কাল সংক্রমণের হার ছিল ৯.২৯ শতাংশ। এ দিন তা কিছুটা কমে হয়েছে ৯.২৭ শতাংশ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৪ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন: কুমারী মায়ের মুখে মাস্ক নেই, উদ্বেগের জবাবে ‘আধ্যাত্মিক’ যুক্তি বেলুড় মঠের

দিন কয়েক আগেই সুস্থতার হার কমে যাওয়ায় উৎকণ্ঠা তৈরি হচ্ছিল রাজ্য প্রশাসনে। কিন্তু গত ২ দিন ধরে তা ফের ঊর্ধ্বমুখী। গত কাল সুস্থতার হার ছিল ৮৭.৪৫ শতাংশ। আজ তা হয়েছে ৮৭.৪৯ শতাংশ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭৫৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩ লক্ষ ২ হাজার ৩৪০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সক্রিয় করোনা রোগী রয়েছেন ৩৬ হাজার ৮০৭ জন।

রাজ্যের একাধিক জেলায় এ দিন নতুন করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক। হুগলি (১৭৫), পূর্ব বর্ধমান (১২৭), পূর্ব মেদিনীপুর (১৫৫), পশ্চিম মেদিনীপুর (১৪৪), মুর্শিদাবাদ (১০২), জলপাইগুড়ি (১১১) এবং দার্জিলিং (১৭৫)-এর করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement