Coronavirus in West Bengal

করোনায় বন্ধ বিধানসভা, আজ স্থগিত ধর্নাও

সতর্কতার কারণেই বিধানসভা বন্ধ রাখার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২০ ০১:৩৭
Share:

—ফাইল চিত্র।

এক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় আগামী ২৪ জুলাই পর্যন্ত রাজ্য বিধানসভা পুরোপুরি বন্ধ থাকবে। সচিবালয়ের ওই কর্মী গুরুত্বপূর্ণ পদাধিকারীদের অনেকের সংস্পর্শে এসেছেন। ফলে, সতর্কতার কারণেই বিধানসভা বন্ধ রাখার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যে ‘অব্যবস্থা’র প্রতিবাদে আজ, বৃহস্পতিবার বিধানসভার ফটকের বাইরে ধর্নায় বসার ডাক দিয়েছিলেন বাম ও কংগ্রেস বিধায়কেরা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বুধবার রাতে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের ধর্না আপাতত স্থগিত থাকছে। কবে কোথায় কী ভাবে ধর্না-অবস্থান হবে, তা পরে ঠিক করা হবে। বিধানসভা বন্ধ হওয়ায় ওই ভবনে শাসক ও বিরোধী দলের সব দফতরও আপাতত বন্ধ থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement