প্রদেশ কংগ্রেসের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশ। বিধান ভবনে। —নিজস্ব চিত্র।
পুজো পেরিয়ে কালীপুজোর প্রায় কাছাকাছি এসে প্রকাশিত হল প্রদেশ কংগ্রেসের মুখপত্রের উৎসব সংখ্যা! বিধান ভবনে শুক্রবার বিজয়া সম্মিলনীর অবসরে ওই উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য-সহ দলের অন্যান্য নেতৃত্ব। সংবিধানের বহুত্ববাদী বৈশিষ্ট্যকেই তুলে ধরার চেষ্টা হয়েছে অমিতাভ সিংহ ও অশোক ভট্টাচার্যের যুগ্ম সম্পাদনায় এ বারের উৎসব সংখ্যায়। প্রচ্ছদের ছবির সঙ্গে রয়েছে জওহরলাল নেহরুর উক্তি ‘ভারতমাতার অর্থ হল ভারতবর্ষের জনগণ’। দেশে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ এবং রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে ওই যাত্রার ছবি ব্যবহার করা হয়েছে। আরএসএস-কে নিশানা করে অধীরের নিবন্ধ রয়েছে এই সংখ্যায়। প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির কবিতা পুনর্মুদ্রিত করা হয়েছে। একই ভাবে পুনর্মুদ্রণ করা হয়েছে সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের লেখার। কংগ্রেসের এই উৎসব সংখ্যায় কলম ধরেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, রতন খাসনবিশ, মীরাতুন নাহার, নলিনী বেরা প্রমুখও।