—ফাইল চিত্র।
আমপান-এর ক্ষতিপূরণ দেওয়াকে ঘিরে দুর্নীতি, বিদ্যুতের অস্বাভাবিক বিল-সহ একগুচ্ছ প্রশ্নে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হলেন কংগ্রেসের বিধায়ক এবং প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার প্রধান মিলটন রশিদ। গ্রেফতারের প্রতিবাদে আবার কলকাতায় মৌলালির কাছে বিক্ষোভে নামল কংগ্রেস। রামপুরহাটে শুক্রবার কংগ্রেস ও বামেদের শ্রমিক সংগঠন মিলে বিক্ষোভ কর্মসূচি ছিল। মিলটনের অভিযোগ, ফের লকডাউন চালু হওয়ার আগেই ওই কর্মসূচি থাকলেও জমায়েত এড়ানোর জন্য প্রশাসন তাতে বাধা দেয়। তাঁরা তখন দাবিপত্র জমা দিতে চাইলে তা নিয়ে বচসা বাধে এবং মিলটন, নলহাটির প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক দীপক চট্টোপাধ্যায়-সহ নেতাদের গ্রেফতার করা হয়। মিলটনের বক্তব্য, ‘‘২১শে জুলাই শিবিরে ভিড় করে তৃণমূল তাদের নেত্রীর বক্তৃতা শোনালে বা বিজেপি যেখানে সেখানে বিক্ষোভ করলে করোনা সংক্রমণের ভয় থাকে না? বাম আর কংগ্রেস পথে নামলেই সংক্রমণের আশঙ্কা দেখা দেয়?’’ পরে অবশ্য মিলটন, দীপক-সহ ধৃতদের মুক্তি দেওয়া হয়।