স্বীকারোক্তি

দু’সপ্তাহ আগের কথা। আমার তিন বছরের ছেলে পড়শির বাড়িতে গেলে, ‘আন্টি’ তাকে চকোলেট দিত। একদিন কোনও কারণে ওই মহিলার মন খারাপ ছিল। ছেলে চকোলেট চাওয়ায়, রেগে বলেন, ‘তোর জন্য কি আমি চকোলেট নিয়ে বসে আছি!’ এমনটা শুনে ওই মহিলার উপর রাগ করে ছেলেকে খুব মারি।

Advertisement
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩০
Share:

দু’সপ্তাহ আগের কথা। আমার তিন বছরের ছেলে পড়শির বাড়িতে গেলে, ‘আন্টি’ তাকে চকোলেট দিত। একদিন কোনও কারণে ওই মহিলার মন খারাপ ছিল। ছেলে চকোলেট চাওয়ায়, রেগে বলেন, ‘তোর জন্য কি আমি চকোলেট নিয়ে বসে আছি!’ এমনটা শুনে ওই মহিলার উপর রাগ করে ছেলেকে খুব মারি। ওই দিন অফিস যাওয়ার সময় হঠাৎ ছেলে আমাকে বলে, ‘তুমি আমাকে ভালবাস?’ এর উত্তর আমার কাছে ছিল না। অন্যের উপর রাগ, ছেলের উপর পড়েছিল। ছেলেকে আর বোঝাতে পারিনি। আমি দুঃখিত।

Advertisement

বাবু বিশ্বাস, বাগদা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement