Mamata Banerjee

Mamata Banerjee: অফিসারদের তলব নয়, রাজ্যপালকে বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যসচিবকে আগেই তথ্য-সহ ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল ধনখড়। তার পরে এ দিন তিনি আবার চিঠি পাঠান মুখ্যসচিবকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২১ ০৮:৪৭
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়। ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রীকে না জানিয়ে রাজ্য প্রশাসনের কোনও আধিকারিককে ডেকে পাঠাতে পারে না রাজভবন। রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি পাঠিয়ে শুক্রবার এই বার্তাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রান্ত তথ্য জানার জন্য মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। তাঁর ওই তলব না মানলে মুখ্যসচিবের উপরেই দায় চাপবে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। নিজেই সেই চিঠির সরাসরি উত্তর দিয়ে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, রাজ্যপাল এমন কাজ করতে পারেন না।

Advertisement

মুখ্যসচিবকে আগেই তথ্য-সহ ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল ধনখড়। তার পরে এ দিন তিনি আবার চিঠি পাঠান মুখ্যসচিবকে। তারই জবাবে নিজে চিঠি লিখে মুখ্যমন্ত্রী বলেছেন, এ ভাবে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ডেকে পাঠানো রাজ্যপালের এক্তিয়ারভুক্ত নয়। তিনি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে কোনও বিষয়ে জানতে চাইতে পারেন। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে কোনও আধিকারিককে পাঠাতে পারেন রাজ্যপালের কাছে। রাজ্যপালের সম্মান রক্ষার্থে মাসে এক বার রাজ্য প্রশাসনের তরফে আধিকারিকেরা তাঁর কাছে গিয়ে কথা বলে আসতে পারেন, এমন কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তবে কোনও ভাবেই রাজ্যপালের তলবের প্রেক্ষিতে তা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement