অনার্স পার্ট ওয়ানের ফল বেরোচ্ছে আজ

পরীক্ষা পিছিয়েছিল ভোটের জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি পার্ট ওয়ান অনার্সের সেই পরীক্ষার ফল আজ, বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে। পরীক্ষা শেষ হয় অগস্টে।

Advertisement
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০২:১১
Share:

পরীক্ষা পিছিয়েছিল ভোটের জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি পার্ট ওয়ান অনার্সের সেই পরীক্ষার ফল আজ, বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে। পরীক্ষা শেষ হয় অগস্টে। পরীক্ষা নিয়ামক সুজিত বড়ুয়া বুধবার জানান, বেলা ৩টের পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল দেখা যাবে। তবে মার্কশিট মিলবে বিএ, বিএসসি পার্ট ওয়ান জেনারেলের ফল প্রকাশের পরে। পার্ট ওয়ান এবং পার্ট টু জেনারেলের ফল কবে বেরোবে, তা জানা যায়নি। পুজোর আগেই বিএ, বিএসসি পার্ট টু অনার্সের ফল বেরিয়ে যায়। কিন্তু নির্ধারিত সময়ের দু’মাস পরেও স্নাতক প্রথম বর্ষের জেনারেল ও অনার্স এবং দ্বিতীয় বর্ষের জেনারেল কোর্সের ফল প্রকাশ করা যাচ্ছিল না। বিশ্ববিদ্যালয়ের সেনেটের বৈঠকে এই নিয়ে তুমুল বাদানুবাদ হয়। এক সদস্য জানান, বিশ্ববিদ্যালয় ২০১৫-’১৬ শিক্ষাবর্ষে শুধু স্নাতক স্তরের পরীক্ষার্থীদের থেকেই সাড়ে তেরো কোটিরও বেশি টাকা আয় করেছে। অথচ পরীক্ষার দীর্ঘদিন পরেও সব ফল বেরোচ্ছে না। কারণ, পরীক্ষকেরা খাতা ফেরত দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement