আলাদা হচ্ছে আরবি, ফারসি

কলকাতা বিশ্ববিদ্যালয়ে আরবি ও ফারসির স্নাতকোত্তর পাঠ ও গবেষণার জন্য এত দিনে আলাদা বিভাগ চালু হচ্ছে। বুধবার সিন্ডিকেটে এই প্রস্তাব গৃহীত হয়েছে। রেজিস্ট্রার সোমা বন্দ্যোপাধ্যায় জানান, ১০৯ বছর ধরে ওই দু’টি বিষয় একই বিভাগের অধীনে ছিল। তাতে ইউজিসি-র অনুদান পাওয়া, শিক্ষক নিয়োগ-সহ নানা ক্ষেত্রে সমস্যা হচ্ছিল।

Advertisement
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৬ ০৩:৪৫
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ে আরবি ও ফারসির স্নাতকোত্তর পাঠ ও গবেষণার জন্য এত দিনে আলাদা বিভাগ চালু হচ্ছে। বুধবার সিন্ডিকেটে এই প্রস্তাব গৃহীত হয়েছে। রেজিস্ট্রার সোমা বন্দ্যোপাধ্যায় জানান, ১০৯ বছর ধরে ওই দু’টি বিষয় একই বিভাগের অধীনে ছিল। তাতে ইউজিসি-র অনুদান পাওয়া, শিক্ষক নিয়োগ-সহ নানা ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তাই আরবি ও ফারসির আলাদা বিভাগ চালু করা হচ্ছে। আরবি ও ফারসির বিভাগীয় প্রধান ইসারত আলি মোল্লা বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে দু’টি বিষয়ের জন্য আলাদা বিভাগের দাবি জানিয়ে আসছি। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দু’টি বিষয়ের পঠনপাঠনের জন্য পরিকাঠামোর মান উন্নত করা যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement