হাইকোর্টে কর্মবিরতি চলবে ১৬ই পর্যন্ত

বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদার জানান, হাইকোর্টে অবিলম্বে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবিতে সংসদে সরব হওয়ার জন্য রাজ্যের সব সাংসদকে অনুরোধ করার সিদ্ধান্তও নিয়েছে তাঁদের সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ০৫:২২
Share:

ফাইল চিত্র।

পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবিতে ১৬ মার্চ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার প্রস্তাব নিল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার তারা একই সঙ্গে রাজ্যের সব আইনজীবী সংগঠনকে অনুরোধ করেছে, ১৬ই কর্মবিরতি পালন করা হোক সব আদালতেই।

Advertisement

বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদার জানান, হাইকোর্টে অবিলম্বে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবিতে সংসদে সরব হওয়ার জন্য রাজ্যের সব সাংসদকে অনুরোধ করার সিদ্ধান্তও নিয়েছে তাঁদের সংগঠন। সভাপতির দাবি, ১৬ তারিখ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার প্রস্তাব সমর্থন করেছে অন্য দুই আইনজীবী সংগঠন বার লাইব্রেরি ক্লাব এবং ইনকর্পোরেটেড ল সোসাইটি। ১৩ মার্চ পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার প্রস্তাব সোমবারেই নিয়েছে বার লাইব্রেরি ক্লাব।

কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা। আছেন ২৯ জন। তাঁদের মধ্যে দু’জনকে আবার পর্যায়ক্রমে আন্দামানে হাইকোর্টের সার্কিট বেঞ্চে বসতে হয়। বিচারপতি নিয়োগ, হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি নিযুক্ত করা এবং সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের প্রতিনিধি থাকা— এই তিন দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন আইনজীবীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement