বারুইপুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী

বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছেই একটি পুকুরে স্নান করছিলেন আক্রান্তের ভাই ভোলা। তাঁকে ডাকতে সেখানে গিয়েছিলেন প্রসাদ। সেই সময়ে প্রসাদকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ০৩:১২
Share:

প্রতীকী ছবি।

বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন বিজেপি কর্মী। ঘটনাস্থল বারুইপুরের বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের জয়তলা। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের কর্মী প্রসাদ মণ্ডলের উপর হামলা করেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছেই একটি পুকুরে স্নান করছিলেন আক্রান্তের ভাই ভোলা। তাঁকে ডাকতে সেখানে গিয়েছিলেন প্রসাদ। সেই সময়ে প্রসাদকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

প্রসাদের পরিবার সূত্রে খবর, আক্রান্তের ডান পায়ে গুলি লেগেছে। ঘটনার পরে আহতকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকেরা জানান, গুলি পায়ের ভিতরে থাকার কারণে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তার পরেই প্রসাদকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, প্রসাদ ও ভোলা এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত। সম্প্রতি স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে একাধিক বার দুই ভাইয়ের গোলমালও হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা বিজেপির (পূর্ব) জেলার সভাপতি সুমিত দাস বলেন, ‘‘এই ঘটনার পিছনে রয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি।’’ বারুইপুর ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর বক্তব্য, ‘‘বিজেপি কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত।’’ বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ‘‘প্রসাদ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনও নির্দিষ্ট ভাবে দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেনি তিনি। দুষ্কৃতীদের খোঁজ চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement