শিলিগুড়িতে ১৬ ডিসেম্বরের পরে ২৪ ডিসেম্বর দুর্গাপুরে এবং ১১ জানুয়ারি কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে সভা করাতে চায় বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার বলেন, ‘‘রাজ্যে রথযাত্রা পর্বে প্রধানমন্ত্রী তিনটি সভা করবেন। তার মধ্যে শিলিগুড়িতে সভার ব্যাপারে তাঁর দফতরের অনুমোদন এসেছে। কিন্তু দুর্গাপুর এবং কৃষ্ণনগরের ব্যাপারে এখনও সবুজ সঙ্কেত আসেনি।’’
কাল, শুক্রবার কোচবিহার থেকে শুরু হবে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ রথযাত্রা। তার পর কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ঘুরে এক সপ্তাহ পরে রথ পৌঁছবে শিলিগুড়িতে। সেই উপলক্ষেই মোদী সেখানে সভা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিনই মেদিনীপুরে বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করে বলেন, ‘‘বিজেপির জন্মের আগে থেকে হিন্দুত্ব ছিল। বেদ-গীতা-বাইবেল ছিল। এক পয়সার হরিদাস, এখন কোটি কোটি টাকা কামাচ্ছে আর রাবণ যাত্রা করছে!’’
কাল, শুক্রবার কোচবিহারে, আগামী রবিবার নামখানায় এবং ১৪ ডিসেম্বর তারাপীঠে তিনটি পৃথক রথযাত্রার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনটিতেই তাঁর সঙ্গে থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এ ছাড়াও, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস এবং পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরনোর পর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীরাও এ রাজ্যে সভা করবেন।