—ফাইল চিত্র।
আগামী ২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার নবান্নকে চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার সূত্রে বলা হচ্ছে, এই চিঠি দেওয়ার কারণ, প্রধানমন্ত্রী রাজ্যের অতিথি। তাঁর নিরাপত্তা-সহ যাবতীয় ব্যবস্থায় রাজ্যের বিশেষ ভূমিকা আছে। একই সঙ্গে ওই সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সফর রাজনৈতিক না কি প্রশাসনিক, তা এখনও স্পষ্ট নয়।
রাজ্য বিজেপি অবশ্য আগেই জানিয়েছিল, আগামী ২ ফেব্রুয়ারি আসানসোল এবং উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে সভা করবেন মোদী। তবে এ দিন দলীয় সূত্রে বলা হয়, আসানসোলের বদলে দুর্গাপুরেও সভা হতে পারে। আবার ৮ তারিখ তাঁর শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে বলেও দলের রাজ্য শাখা জানিয়েছে।
এ দিন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে লাগাতার সভা চলবে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে। সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান-সহ একাধিক জাতীয় নেতা ও মন্ত্রীদের নিয়ে আসা হবে।’’
বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বলেন, ‘‘লোকসভা ভোটের আগে কয়েক’শো সভা করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।’’ দিল্লি সূত্রের খবর, নির্বাচনের আগে রাজ্যে ৩১০টি সভা করার পরিকল্পনা নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীকে এনে ব্রিগেডে সভা করার কথাও ভাবা হয়েছে।