Rajya Sabha

BJP: রাজ্যসভায় প্রার্থী দিল না বিজেপি

বিজেপি রাজ্যসভার ওই আসনে প্রার্থী দিলেও সংখ্যার বিচারে তাদের পরাজয় কার্যত নিশ্চিতই ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ০৫:২৯
Share:

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচ‌নে প্রার্থী দিল না বিজেপি। রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে ভোট হবে আগামী ৯ অগস্ট। তার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী এ দিন টুইট করে বলেছেন, ‘‘বিজেপি এই আসনে প্রার্থী দিচ্ছে না। ভোটের ফল সকলেরই জানা।’’ বস্তুত, বিজেপি রাজ্যসভার ওই আসনে প্রার্থী দিলেও সংখ্যার বিচারে তাদের পরাজয় কার্যত নিশ্চিতই ছিল। সেই কারণেই প্রার্থী দেওয়ার কোনও যুক্তি নেই, এমন ইঙ্গিত শুভেন্দু আগেই দিয়েছিলেন। তবে রাজ্য বিজেপির অন্য অংশের দাবি ছিল, প্রার্থী দেওয়া হবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‘এ বিষয়ে আলোচনা হয়নি। পরে আলোচনা হলে জানানো হবে।’’ তিনিও এ দিন বলেন, ‘‘দলের সর্বভারতীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক (সংগঠন)-এর সঙ্গে আলোচনা করে সংখ্যার বিষয়টি মাথায় রেখে রাজ্যসভার ওই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement