Amit Shah

ডিসেম্বরে বঙ্গ সফর শুরু হতে পারে শাহ-নড্ডাদের

মোদী সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে ৫১টি সভা করার কথা ছিল বিজেপির এই ত্রয়ীর। কিন্তু সেই সময় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় ওই কর্মসূচি স্থগিত হয়ে যায়।

Advertisement

বিপ্রর্ষি চট্টোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ০৬:৫২
Share:

অমিত শাহ। ছবি: পিটিআই।

প্রায় পাঁচ মাস থমকে থাকার পর ডিসেম্বর থেকে ফের শুরু হতে পারে বিজেপির ‘মেগা’ সমাবেশ। ঠিক হয়েছিল, লোকসভা নির্বাচনের আগে বছরভর রাজ্যে প্রায় ৪০টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। সেই মতো বাংলায় বেশ কয়েকটি জায়গায় সভা হয়েছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে কার্যত বন্ধ সেই কর্মসূচি। সূত্রের খবর, ডিসেম্বর থেকে রাজ্যে ঝড়ের গতিতে ফের সভা শুরু করতে পারেন বিজেপির তিন শীর্ষ নেতা। তবে এর আগে একাধিক বার নির্ঘণ্ট চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত নানা কারণে সভা বাতিল হয়েছে। এ বার কী হতে চলেছে, সেই দিকে তাকিয়ে বিজেপির কর্মী-সমর্থকেরা।

Advertisement

মোদী সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে ৫১টি সভা করার কথা ছিল বিজেপির এই ত্রয়ীর। কিন্তু সেই সময় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় ওই কর্মসূচি স্থগিত হয়ে যায়। কথা ছিল, নির্বাচন মিটলেই রাজ্যে আসবেন তাঁরা। কিন্তু পঞ্চায়েত নির্বাচন পেরিয়ে যাওয়ার কয়েক মাস পরেও কেন আর কিছু হচ্ছে না, তা নিয়ে জল্পনা আছে বঙ্গ বিজেপির অন্দরে। দলের একাংশের মতে, পঞ্চায়েত ভোটের পরে সাংগঠনিক রদবদলের জেরে জেলায় জেলায় বিজেপির মধ্যে যে ভাবে কোন্দল ও বিক্ষোভ মাথা চাড়া দিয়েছে, তার ফলেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব আপাতত বঙ্গ সফর এড়িয়ে চলেছেন। সেই জট কাটতে পারে ডিসেম্বরে।

পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ সত্ত্বেও বঙ্গে নিজেদের ‘রেকর্ড’ সংখ্যক আসন জিতেছিল বিজেপি। কিন্তু উত্তরবঙ্গ, জঙ্গলমহল-সহ নিজেদের ‘গড়ে’ উল্লেখযোগ্য ফলাফল হয়নি তাদের। এর পরেই পঞ্চায়েত নির্বাচনে দলীয় নেতাদের সক্রিয়তাকে ‘মানদণ্ড’ করে জেলা কমিটিতে ব্যাপক রদবদল করা হয়েছে। যার জেরে আবার জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ।

Advertisement

সূত্রের খবর, এই নিয়ে যথেষ্ট বিচলিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিছু ঘটনা নজরে আসার পরে এই রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি নড্ডা। রিপোর্টে তিনি জানতে চেয়েছিলেন, উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় কি বর্তমান রাজ্য নেতৃত্ব অপারগ? রাজ্য বিজেপির একাংশের মতে, এই কোন্দলের পরিস্থিতির মুখোমুখি যাতে হতে না হয়, সেই কারণেই এত দিন বঙ্গ সফর এড়িয়ে যাচ্ছিলেন শাহ-নড্ডারা। পুজোর উদ্বোধনে শাহ কলকাতায় এলেও সাংগঠনিক আলোচনার জন্য সময় খরচ করেননি।

সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাহের যাত্রাপথে রাজ্যে দল পরিচালনা নিয়ে বেশ কিছু কথা বলেছেন। পুজোর মধ্যে নড্ডার কলকাতা সফরও ছিল মূলত অরাজনৈতিক।

কেন্দ্রীয় নেতাদের সফর প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ খুলতে চাননি। দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেন, ‘‘সামনেই পাঁচ রাজ্যের নির্বাচন। তাই নেতারা সেই নিয়ে ব্যস্ত। নির্বাচন মিটে গেলে গত লোকসভা নির্বাচনে বাংলায় হারা ২৪টি আসনে ১২টি করে সভা করবেন নড্ডা-শাহ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement