কলেজে ভাঙচুরে অভিযুক্ত ১৬ জন

কলেজে ভাঙচুরে পুলিশের কাছে ১৬ জনের নামে অভিযোগ দায়ের করলেন দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। শনিবার পুলিশ ক্যাম্পাসে যায়। তবে কাউকে ধরেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০১:২৪
Share:

কলেজে ভাঙচুরে পুলিশের কাছে ১৬ জনের নামে অভিযোগ দায়ের করলেন দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। শনিবার পুলিশ ক্যাম্পাসে যায়। তবে কাউকে ধরেনি।

Advertisement

পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, বহিরাগতেরা উঁকিঝুকি দিচ্ছে শৌচাগারে, এই অভিযোগে ফুলঝোড়ে ওই ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবার ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখান বেশ কিছু ছাত্রী। তার আগে বুধবার সন্ধ্যায় পাঁচিল টপকে এক বহিরাগত শৌচাগারে উঁকি দিয়েছে অভিযোগ তুলে ছাত্রীরা আন্দোলন শুরু করেন। সে রাতেই পড়ুয়াদের একাংশ কলেজে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কলেজের দুই কর্তাকে ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয়।

বৃহস্পতিবার সকালে কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের সঙ্গে বৈঠকে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। কিন্তু তা সত্ত্বেও দিনভর দফায়-দফায় বিক্ষোভ দেখান ওই ছাত্রীরা। রাত ৮টা পর্যন্ত বিক্ষোভের জেরে কলেজের শিক্ষক ও আধিকারিকেরা আটকে থাকেন। পুলিশ পৌঁছয়। ডিসিপি (পূর্ব) অভিষেক মোদীর মধ্যস্থতায় বিক্ষোভ থামে।

Advertisement

এর পরেই কলেজের তরফে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জনা ষোলোর নামে জেনারেল ডায়েরি করা হয়। শনিবার দুপুরে কলেজে যায় পুলিশ। তবে কোনও পড়ুয়াকে আটক করা হয়নি। কলেজ কর্তৃপক্ষের একাংশের দাবি, সম্প্রতি শৃঙ্খলাজনিত কিছু নিয়ম চালু করা হয়েছে কলেজে। তার পর থেকেই পড়ুয়াদের একাংশ নানা ছুতোয় আন্দোলন শুরু করছেন। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে কলেজের শৃঙ্খলারক্ষা কমিটি অভিযুক্ত পড়ুয়াদের জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে এখনই পুলিশি পদক্ষেপ চান না কলেজ কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement