বুদবুদে অপমৃত্যু নেত্রীর, ধৃত স্বামী

আগুনে পুড়ে মৃত্যু হল পঞ্চায়েত সমিতির এক সদস্যার। তাঁকে খুনের অভিযোগ উঠেছে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুদবুদের ভরতপুর গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুদবুদ শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০১:৩৫
Share:

টুকটুকি চট্টোপাধ্যায়।

আগুনে পুড়ে মৃত্যু হল পঞ্চায়েত সমিতির এক সদস্যার। তাঁকে খুনের অভিযোগ উঠেছে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুদবুদের ভরতপুর গ্রামে। টুকটুকি চট্টোপাধ্যায় (৩১) নামে গলসি ১ পঞ্চায়েত সমিতির ওই সদস্যার বাপের বাড়ির তরফে বুদবুদ থানায় অভিযোগ করার পরে গ্রেফতার করা হয় তাঁর স্বামীকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, বছর তেরো আগে পানাগড় গ্রামের বাসিন্দা টুকটুকির বিয়ে হয় ভরতপুরের সমীর চট্টোপাধ্যায়ের সঙ্গে। ২০১৩ সালে ভোটে জিতে পঞ্চায়েত সমিতির সদস্যা হন টুকটুকিদেবী। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিদগ্ধ অবস্থায় রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় টুকটুকিদেবীকে। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

এর পরেই মৃতার বাপের বাড়ির লোকজন খুনের অভিযোগ করেন। তাঁদের দাবি, টুকটুকিদেবীর উপরে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। মঙ্গলবার তাঁর গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। টুকটুকিদেবীর দাদা বিশ্বজিৎ ভট্টাচার্য অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যায় সমীর তাঁকে ফোন করে জানায়, রান্না করতে গিয়ে গ্যাস থেকে বোনের শরীরে আগুন লেগেছে। বিশ্বজিৎবাবুর দাবি, হাসপাতালে নিয়ে এলে বোনের শরীর থেকে কেরোসিনের গন্ধ মিলছে। তাই তাঁকে খুন করা হয়েছে বলেই তাঁদের অভিযোগ।

Advertisement

এ দিন হাসপাতালে যান এসিপি (কাঁকসা) কমল বৈরাগ্য, কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস। মৃতার স্বামী সমীরকে প্রথমে আটক, পরে গ্রেফতার করা হয়। সমীরের অবশ্য দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হয়ে যাওয়ায় আত্মঘাতী হয়েছেন তাঁর স্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement