উড়ালপুলের দাবি

কালনা গেটে মৃত দু’জন

এক জায়গায় একই দিনে এক ঘণ্টার ব্যবধানে রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেলেন দু’জন। বৃহস্পতিবার বর্ধমানের কালনা গেট লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা দু’টি ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০০:৫৬
Share:

এক জায়গায় একই দিনে এক ঘণ্টার ব্যবধানে রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেলেন দু’জন। বৃহস্পতিবার বর্ধমানের কালনা গেট লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা দু’টি ঘটেছে।

Advertisement

প্রথম দুর্ঘটনাটি ঘটে এ দিন দুপুর ১২টা নাগাদ। রেলপুলিশ সূত্রের খবর, এক যুবক কালনা গেট বাজারের দিকে থেকে লাইন পার হচ্ছিলেন। হাওড়াগামী এক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বছর চল্লিশের ওই মৃত যুবকের নাম-ঠিকানা সন্ধ্যা পর্যন্ত জানাতে পারেনি রেলপুলিশ। দুপুর ১টা নাগাদ ঘটে যায় দ্বিতীয় দুর্ঘটনা। এক ব্যক্তি বর্ধমানের দিক থেকে কালনা গেট পার হয়ে যাওয়ার সময় মাঝ লাইনে আপ লাইনে একটি মালগাড়ী তাঁকে চাপা দেয়। তিনিও ঘটনাস্থলে মারা যান। রেলপুলিশ জানিয়েছে, মৃতের নাম কালীপদ রায় (৪৩)। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ওই ব্যক্তি নাড়ি–কালনা গেট এলাকার বাসিন্দা।

একই দিনে দু’টি মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। ঘটনাও হল, কালনা গেট ক্রসিংয়ে পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা আকছারই ঘটছে। স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে সেখানে একটি উড়ালপুলের দাবি করে আসছেন। মৃত কালীপদবাবুর আত্মীয় প্রসেনজিৎ রায়, স্থানীয় রায়ান ১ নম্বর পঞ্চায়েতের সদস্য মানিক মণ্ডলরা বলেন, ‘‘অনেক দিন ধরেই বর্ধমানের বহু মানুষ এখানে উড়ালপুলের দাবি জানিয়ে আসছেন। শুনেছি সেটি নাকি রেলের অনুমোদনের অপেক্ষায় আছে। কবে হবে জানি না।’’ রেল সুত্রে বলা হয়েছে, কালনা গেট লেভেল ক্রসিংয়ে বিপদ এড়ানোর জন্য পাশেই একটি রেল টানেল দিয়ে যাত্রী পারাপারের ব্যবস্থা রয়েছে। সাইকেল, রিকশা, টোটো, অটো সেখান দিয়েই যাতায়াত করে। তবু কিছু মানুষ বিপদের ঝুঁকি নিয়ে উপরের লেভেল ক্রসিং দিয়েই যাতায়াত করেন। তাঁদের অসতর্কতায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement