গাড়ি উল্টে গেল পুকুরে, মৃত তিন

দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হল তিন জনের। শুক্রবার রাত ১১টা নাগাদ জামুড়িয়ার শিবডাঙা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম মহিন্দর দুকানিয়া (৩৬), রাহুল যাদব (২২), হরিন্দর যাদব (২৩)। আহত হয়েছেন আরও তিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ০১:০০
Share:

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। নিজস্ব চিত্র।

দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হল তিন জনের। শুক্রবার রাত ১১টা নাগাদ জামুড়িয়ার শিবডাঙা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম মহিন্দর দুকানিয়া (৩৬), রাহুল যাদব (২২), হরিন্দর যাদব (২৩)। আহত হয়েছেন আরও তিন। সকলের বাড়ি জামুড়িয়া বাজার এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, একটি গাড়িতে চড়ে ছ’জন বন্ধু রাতে নিঘার একটি হোটেল থেকে ফিরছিলেন। শিবডাঙা মোড়ের কাছে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েক বার পাল্টি খেয়ে পুকুরে গিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা রবি সিংহ জানান, ওই সময় তিনি বাড়ি ফিরছিলেন। গাড়িটি চাঁদা মোড় থেকে তীব্র গতিতে বেরিয়া যায়। তার পরে শিবডাঙা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়ে। পিছনেই একটি পুলিশের গাড়ি ছিল। তিনি পুলিশকে দুর্ঘটনার কথা জানান। এর পরে গাড়িটি উদ্ধার করার জন্য পুলিশ ক্রেন ডাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় চল্লিশ মিনিট পরে ক্রেন আসে। ততক্ষণ পর্যন্ত কোনও উদ্ধারকাজ হয়নি। ক্রেন আসার পরে গাড়ির আরোহীদের বের করে আনা হয়। ততক্ষণে মহিন্দরবাবু ও রাহুলবাবু মারা গিয়েছিলেন। হরিন্দরবাবু-সহ চার জনকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক হরিন্দরবাবুকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, আহতদের এক জনকে পরে দুর্গাপুরের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, অতিরিক্ত গতির জন্যই সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছিল। দুর্ঘটনাগ্রস্থদের পরিবারকে খবর দেওয়া হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement