মিডে ডে মিলে পিঠে-পায়েস!

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মন্তেশ্বর শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ০১:০৩
Share:

ডাল-ভাতের পরিবর্তে মিড ডে মিলের পাতে পায়েস ও পিঠে-পুলি। মিড ডে মিলে এমনই এক আয়োজন দেখে আনন্দে আটখানা হল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের এলাকার ক্ষুদে পড়ুয়ারা। মন্তেশ্বরের জয়রামপুর ত্রিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের জমজমাটি এই আয়োজন প্রশংসিত হল বিভিন্ন মহলে। পিঠে-পুলির স্বাদ নিলেন সরকারি আধিকারিক ও শিক্ষকেরা। এখানেই শেষ নয়,পড়ুয়াদের কথা ভেবে পালিত হল পিঠে-পুলি উৎসবও। এতে সামিল হলেন বিডিও এবং বিদ্যালয় পরিদর্শকও। নিজেদের হাতেই পড়ুয়াদের মুখে পিঠে-পায়েস তুলে দিলেন তাঁরা।

Advertisement

পৌষ মাস মানেই পিঠেপুলি। কিন্তু হলে কী হবে, প্রান্তিক এলাকার দিন আনা-দিন খাওয়া অনেক পরিবারেই তা জোটে না। তাই সেই সব পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুলের পড়ুয়াদের জন্য পিঠেপুলি উৎসবের আয়োজন করে জয়রামপুর ত্রিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের এই অভিনব উদ্যোগ দেখে খুশি বিডিও সঞ্জয় দাস এবং বিদ্যালয় পরিদর্শক শ্রীপর্ণা চট্টোপাধ্যায়। তাঁরা জানান, মিড-ডে মিলে পিঠেপুলি, পায়েসের খাওয়ানোর এই উদ্যোগ সত্যিই অভিনব।

এটা অবশ্য প্রথম নয়। কয়েক বছর ধরেই বাঙালির এই পরম্পরার সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে ও এলাকার গরিব পরিবারের পড়ুয়াদের কথা ভেবে পিঠেপুলির মতো নবান্ন উৎসবও স্কুলে পালন করা হয় বলে জানান প্রধান শিক্ষক মধূসূদন চট্টোপাধ্যায়। অন্যদিকে কচিকাঁচাদের পাতে পিঠেপায়েস তুলে দিতে পেরে বেশ খুশি মিড-ডে মিলের রাঁধুনিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement