মুখ্যমন্ত্রীর সভা নিয়ে প্রস্তুতি শুরু কালনায়

২৯ নভেম্বর দুর্গাপুরে সভা করার পরে বর্ধমান পুলিশ লাইনে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে নানা জিনিস তুলে দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো প্রস্তুতিও চলছিল। তার মাঝেই এ দিন সকালে সিদ্ধান্ত বদলের কথা শোনা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ০১:৩৮
Share:

অঘোরনাথ পার্ক স্টেডিয়াম ঘুরে দেখছেন প্রশাসনের কর্তারা। নিজস্ব চিত্র

বদলে গেল মুখ্যমন্ত্রীর সভাস্থল। সরকারি নির্দেশ না এলেও বৃহস্পতিবার কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়াম ঘুরে, ব্যবস্থাপনা দেখে গেলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও প্রশাসনের আধিকারিকেরা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ৩০ নভেম্বর বর্ধমান পুলিশ লাইনে যে সভা হওয়ার কথা ছিল তা হবে কালনায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই এমনটা হচ্ছে বলে তাঁদের দাবি। সভা থেকে অঘোরনাথ পার্ক স্টেডিয়ামটি উদ্বোধন করার আর্জি জানানো হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা।

Advertisement

২৯ নভেম্বর দুর্গাপুরে সভা করার পরে বর্ধমান পুলিশ লাইনে বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে নানা জিনিস তুলে দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো প্রস্তুতিও চলছিল। তার মাঝেই এ দিন সকালে সিদ্ধান্ত বদলের কথা শোনা যায়। দুপুরে কালনা শহরে আসেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ও জেলার কয়েকজন আধিকারিক। কালনার নিয়ন্ত্রিত বাজার সমিতির গেস্টহাউসে একটি বৈঠক করেন তাঁরা। বৈঠকে ছিলেন কালনার মহকুমাশাসক নিতীশ ঢালি, পুরপ্রধান দেবপ্রসাদ বাগ, কালনার এসডিপিও শান্তুনু চৌধুরী, ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়। সেখানেই সভার প্রাথমিক প্রস্তুতি নিয়ে কথাবার্তা হয়।

পরে তিনটে নাগাদ প্রশাসনের কর্তারা অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের পরিকাঠামো ঘুরে দেখে ঠিক করেন সভা হলে কোথায় মঞ্চ বাঁধলে বেশি লোককে জায়গা দেওয়া যাবে, কোন রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মঞ্চে উঠবেন, হেলিপ্যাড কোথায় নামবে এ সব খুঁটিনাটি। স্টেডিয়ামের পাশেই রয়েছে কালনা মহারাজা উচ্চবিদ্যালয়ের মাঠ। তবে আয়তন ছোট হওয়াই সেখানে হেলিপ্যাড করার সিদ্ধান্ত বাতিল হয়। পরে হেলিপ্যাড করার জন্য আরও দুটি মাঠ দেখেন কর্তারা।

Advertisement

তবে কেন মুখ্যমন্ত্রী সভাস্থল বদল করলেন তা নিয়ে কোনও কর্তাই মুখ খুলতে চাননি। দলীয় সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে কৃষি অধ্যুষিত কালনা মহকুমায় সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে তিনি কালনায় এলেও রাজনৈতিক সভা করেছেন। এ বার প্রথম কালনায় মুখ্যমন্ত্রীর কোনও সরকারি অনুষ্ঠান হতে চলেছে। জেলাশাসক বলেন, ‘‘অঘোরনাথ পার্ক স্টেডিয়ামটি যাতে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন সে ব্যাপারে আবেদন রাখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement