আড্ডা-গল্পে প্রচারে টক্কর প্রার্থীদের

কেউ ধর্মস্থানে গিয়ে জনসংযোগ সারছেন। কেউ বা গাড়িতে চেপে, পায়ে হেঁটেই একের পর এক গ্রামে ঢুঁ মারছেন। শুক্রবার রাত থেকে শনিবার দিনভর— প্রচারের এমনই বিভিন্ন ছবি দেখলেন কাটোয়ার বাসিন্দারা। ভোটারদের সঙ্গে খোশমেজাজে খানিক আড্ডাও দিতে দেখা যায় প্রার্থীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ০০:৫৪
Share:

কেউ ধর্মস্থানে গিয়ে জনসংযোগ সারছেন। কেউ বা গাড়িতে চেপে, পায়ে হেঁটেই একের পর এক গ্রামে ঢুঁ মারছেন। শুক্রবার রাত থেকে শনিবার দিনভর— প্রচারের এমনই বিভিন্ন ছবি দেখলেন কাটোয়ার বাসিন্দারা। ভোটারদের সঙ্গে খোশমেজাজে খানিক আড্ডাও দিতে দেখা যায় প্রার্থীদের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে দাতা মহবুব শার আস্তানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন এ বারের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সেখানে চাদরও চড়ান রবীন্দ্রনাথবাবু। আস্তানায় উপস্থিত এক প্রবীণ বাসিন্দাকে দেখেই রবীন্দ্রনাথবাবু তাঁর বাড়ির সকলের খোঁজ-খবর নেন। এ ছাড়াও অনেকের সঙ্গেই গল্পগুজব করতেও দেখা যায় তাঁকে। প্রার্থীর দাবি, ‘‘মন্দির, মসজিদে একসঙ্গে বহু মানুষকে পাওয়া যায়। কথাবার্তাও বলা যায়।’’

বিজেপি প্রার্থী অনিল দত্ত আবার এ দিন চেষ্টা করেছেন যত বেশি সম্ভব এলাকায় প্রচার সারা যায়। প্রচার সারতে সারতেই ক্লান্ত হয়ে পড়লে খানিক বিশ্রাম নিয়ে নিচ্ছেন গাড়িতেই। ফাঁকে বিভিন্ন এলাকার কর্মীদের যাবতীয় নির্বাচনী নির্দেশও দিয়ে যাচ্ছেন তিনি।

Advertisement

কাটোয়ার কংগ্রেস প্রার্থী শ্যামা মজুমদারও প্রচারে পিছিয়ে নেই। এ দিন নিজের বাড়ি শ্রীখণ্ডে গ্রামে প্রচার সারেন শ্যামাদেবী। চেনা মানুষজনের সঙ্গে দেখা হতেই হাসিমুখে গল্পে মাততেও দেখা যায় তাঁকে। এ দিন তিনি প্রচার সারেন চন্দ্রকোটা গ্রামেও। আজ, রবিবার কাটোয়ায় জোটের মিছিলে পা মেলাবেন বলে জানান শ্যামাদেবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement