WB Panchayat Election 2023

সিপিএম প্রার্থীর বাড়িতে ‘হামলা’, ক্ষোভ

রূপনারায়ণপুর পঞ্চায়েতে এ বার প্রার্থী হয়েছেন সিপিএমর এরিয়া কমিটির সদস্য অশোক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তাঁর রূপনারায়ণপুরের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ০৮:৩৪
Share:

সালানপুরে সিপিএম প্রার্থীর এই বাড়িতেই হামলা। — নিজস্ব চিত্র।

সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছ সালানপুরে। বৃহস্পতিবার রাতের ঘটনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। এর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার সকালে রূপনারায়ণপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখায় সিপিএম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।

Advertisement

সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পঞ্চায়েতে এ বার প্রার্থী হয়েছেন সিপিএমর এরিয়া কমিটির সদস্য অশোক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তাঁর রূপনারায়ণপুরের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। অশোক বলেন, “সবে মাত্র রাতের খাবার খেয়ে উঠেছি। আচমকা এক দল দুষ্কৃতী আমার নাম ধরে গালাগাল দিতে শুরু করে। বাড়ি লক্ষ করে ইট, পাটকেল ছুড়তে থাকে। সদর দরজায় লাথিও মারা হয়। সকলেই হিন্দিতে কথা বলছিলেন। প্রায় ১৫ মিনিট এই অবস্থা চলে।” পুলিশে খবর দেওয়া হলে, কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে আসে। শুক্রবার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িময় ছড়িয়ে রয়েছে ইট, পাথরের টুকরো। দরজা, জানলার কাচ ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে।

এ দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে সিপিএমের শতাধিক সদস্য, সমর্থক রূপনারায়ণপুর ফঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। স্মারকলিপিও দেওয়া হয়। পাশাপাশি, স্মারকলিপি দেওয়া হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটেও। সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, “বিরোধীদের মনোনয়নের সময়ে গোলাপ ফুল ও ঠান্ডা জলের বোতল দিয়েছিল তৃণমূল। এখন মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য সিপিএম প্রার্থীদের বাড়িতে হামলা চালাচ্ছে তৃণমূল।”

Advertisement

ঘটনার কথা জেনে শুক্রবার এলাকায় যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি (কুলটি) সুকান্ত বন্দ্যোপাধ্যায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয় বলে দাবি করেছেন তৃণমূলের সালানপুর ব্লক সম্পাদক ভোলা সিংহ। ভোলার বক্তব্য, “সিপিএমের এলাকায় কোনও সংগঠন নেই। সাধারণ মানুষও সঙ্গে নেই। এ কথা বুঝতে পেরে শাসক দলকে বদনাম করার জন্য রাতের অন্ধকারে এ সব সাজানো কাণ্ড ঘটাচ্ছেন ওঁরা।” ভোলার দাবি, তাঁরা সাহস জুগিয়ে, ফুল দিয়ে স্বাগত জানিয়ে সিপিএমের লোকজনকে মনোনয়নপত্র জমা দেওয়া করিয়ে ছিলেন। তা হলে, এখন এ সব করবেন কেন তাঁরা!

এ দিকে, পুলিশের দাবি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। শুক্রবার সকাল থেকে রূপনারায়ণপুরের বিভিন্ন এলাকায় রুটমার্চ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রূপনারায়ণপুর অঞ্চলটি পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানায় থাকা শহর। ফলে, সীমানা পেরিয়ে ভিন্-রাজ্যের দুষ্কৃতীরা যাতে কোনও ভাবেই এ পারে ঢুকে উপদ্রব করতে না পারে, সে জন্য সীমানায় কড়া নজরদারির কথা জানিয়েছে পুলিশ। ২৪ ঘণ্টা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement