বুদবুদে উল্টে গেল বাস, ক্ষোভ বিডিও-কে ঘিরে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে জখম হলেন কয়েক জন যাত্রী। ঘটনাস্থলে বিডিও গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। বুধবার বুদবুদের শালডাঙার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুদবুদ শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০০:২৯
Share:

দুর্ঘটনাগ্রস্ত বাস। নিজস্ব চিত্র

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে জখম হলেন কয়েক জন যাত্রী। ঘটনাস্থলে বিডিও গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। বুধবার বুদবুদের শালডাঙার ঘটনা।

Advertisement

পুলিশ জানায়, এ দিন বিকেলে অনুরাগপুর থেকে রনডিহা যাওয়ার রাস্তা ধরে পানাগড় থেকে একটি যাত্রিবাহী বাস আসছিল। পৌনে ৪টে নাগাদ শালডাঙার কাছে বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বাসিন্দাদের একাংশ উদ্ধারের কাজ শুরু করেন। খানিক বাদে ঘটনাস্থলে আসেন বুদবুদ থানার পুলিশকর্মীরাও। জখমদের কাঁকসা ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও গলসি ১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পুলিশ জানায়, ২৫ জন যাত্রী অল্পবিস্তর জখম হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পাঁচ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গলসি ১-র বিডিও তারকনাথ দাস। বিডিও-কে দেখে বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের ক্ষোভ, ‘‘পাঁচ বছর ধরে রাস্তার সংস্কার হয়নি। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি।’’ বলাই পাল, সুখীরাম পাল নামে দু’জন বাসিন্দার ক্ষোভ, ‘‘মাসখানেক আগে প্রশাসনের কর্তারা এলাকায় রাত-বৈঠক করেন। সেখানেও রাস্তা সংস্কারের আর্জি জানানো হয়। তার পরেও হাল ফেরেনি। রাস্তা বেহাল বলেই এমন দুর্ঘটনা ঘটল।’’

Advertisement

শেষে বিডিও-র আশ্বাসে বিক্ষোভ থামে। বিডিও বলেন, ‘‘প্রশাসনিক জটিলতায় রাস্তায় কাজ হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement