snake

বর্ধমানের মিলিকপাড়ায় বিরল সাদা শাঁখামুটি, উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা

বন দফতর সূত্রে জানা গিয়েছে, এমন সাপ বর্ধমান ,বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের জঙ্গলে দেখতে পাওয়া যায়। সাপটি বিষধর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ২০:৪৯
Share:

উদ্ধার হওয়া সেই সাপ। নিজস্ব চিত্র

বিরল প্রজাতির সাদা শাঁখামুটি সাপ উদ্ধার হল বর্ধমানের মিলিকপাড়া থেকে। সাপটি উদ্ধার করেছেন বনকর্মীরা।

Advertisement

বৃহস্পতিবার রাতে বর্ধমান ১ নম্বর ব্লকের বেলকাশ পঞ্চায়েতের মিলিকপাড়ার কয়েক জন বাসিন্দা ওই সাপটিকে দেখতে পান। তাঁরা বর্ধমানের বন দফতরে খবর দেন। রাতেই বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। জানা গিয়েছে ওই সাপটি শাঁখামুটি বা কমন ক্রেট প্রজাতির। তবে তার গায়ের রং সাদা।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, এমন সাপ বর্ধমান ,বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের জঙ্গলে দেখতে পাওয়া যায়। সাপটি বিষধর। প্রাণী বিশেষজ্ঞদের মতে, জিনগত কারণে সাপটির ত্বক সাদা হয়। তবে তা যে অত্যন্ত বিররল ঘটনা তাও মানছেন তাঁরা। এই সাপের বিষ স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব ফেলে। বর্ধমানের বন আধিকারিক নিশা গোস্বামী বলেন, ‘‘মিলিকপাড়া থেকে যে সাপটি উদ্ধার করা হয়েছে সেটি বিষধর সাপ। সাপটি ৩ থেকে সাড়ে ৩ ফুট লম্বা হবে। সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement