যৌথ উদ্যোগে আন্তঃরাজ্য একটি এটিএম জালিয়াত চক্রকে ধরল সিআইডি ও নদিয়া জেলা পুলিশ। শুক্রবার বিকেলে চাকদহ চৌরাস্তা এলাকা থেকে ওই চক্রের তিন চাঁইকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বলজিৎ সিংহ, অমৃতকুমার ও রহতাস।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হরিয়ানা থেকে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় এসে ঘাঁটি গেড়েছিল ওই তিন জন। হরিয়ানা পুলিশ মারফত রাজ্য সিআইডি-কে ওই চক্রটির ব্যাপারে বৃহস্পতিবারই জানানো হয়েছিল। জেলা পুলিশ সূত্রের খবর, ওই চক্রের পাণ্ডাদের মোবাইল নম্বরও হরিয়ানা পুলিশ মারফত সব জেলা পুলিশকে দেওয়া হয়। ফোন লোকেশন থেকে জানা যায়, নদিয়ার ডালখোলায় রয়েছে ওই চক্রের পাণ্ডারা। তার পরেই এলাকার সব রাস্তায় নজর রাখা শুরু হয়। চৌরাস্তার মোড়ে হরিয়ানা নম্বরপ্লেটের একটি গাড়ি দেখে আটক করা হয়। ওই চক্রের কয়েক জন পাণ্ডার ছবিও হরিয়ানা পুলিশ দিয়েছিল। যা থেকেই আরোহীদের অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ৮০টি বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড ও পাঁচটি মোবাইল ফোন মিলেছে।
সিআইডির এক কর্তার কথায়, এই চক্রটি সম্প্রতি হরিয়ানা দেহরাদূন এলাকায় এটিএম জালিয়াতি করেছিল। তার পরেই এ রাজ্য হানা দেওয়ার ছক কষেছিল। তদন্তকারীরা জানান, শহর এলাকার ব্যাস্ত এটিএম কাউন্টারের লাইনে দাঁড়িয়ে পড়ত এরা। কোনও গ্রাহকের টাকা তোলার সময় অসুবিধা দেখলেই এগিয়ে যেত। টাকা তোলার সময় গ্রাহকের এটিএম পিনও আড়াল থেকে দেখে রাখত। তার পর নিজেদের কাছে রাখা ‘নকল’ কার্ড গ্রাহকের হাতে দিয়ে দিত। এই চক্রটির কাছে প্রায় সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের জাল এটিএম কার্ড মজুত থাকত বলে জানা গিয়েছে। এর পর সুযোগ বুঝে গ্রাহকদের আসল কার্ড দিয়ে টাকা তুলে নিত জালিয়াতরা। আজ, শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে।