প্রয়াত ওয়াসিম কপূর
হঠাৎই প্রয়াত হলেন শিল্পী ওয়াসিম কপূর। সোমবার সকালে কলকাতার বাড়িতেই প্রয়াত হন তিনি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিল্পীর। লখনউয়ে জন্ম হলেও কলকাতা ছিল শিল্পীর কর্মভূমি। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজের ছবির মাধ্যমে মানুষের গভীর আবেগের কথা ফুটিয়ে তুলতেন তিনি। জ্যোতি বসু-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি এঁকেছিলেন তিনি।
যত সময় গিয়েছে, কলকাতার সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছেন ওয়াসিম। প্রফুল্ল সরকার স্ট্রিটের একটি ছিমছাম বাড়িতেই থাকতেন শেষ দিন পর্যন্ত। বাংলার শিল্পীমহলে তিনি ছিলেন জনপ্রিয়।
দেশ তথা বিদেশের মাটিতেও তাঁর শিল্পকর্মের জনপ্রিয়তা ছিল। বড় মাপের মানুষ ছিলেন। বিয়ে করেননি। আপনজন বলতে দুই ভাই ও বোনেরা। সোমবার সকালে হঠাৎই তাঁর বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পৌঁছনোর পর জানানো হয় বাড়িতেই মৃত্যু হয়েছে শিল্পীর।