তর্ক: ভবানীপুরে এক মহিলার সঙ্গে বচসা বিজেপি কর্মীর। বৃহস্পতিবার। ছবি: স্বাতী চক্রবর্তী
দেশ জুড়ে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে বৃহস্পতিবার ভিডিয়ো-সম্মেলনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার বেহালা, নিউ টাউনে শান্তিপূর্ণ ভাবে ওই অনুষ্ঠান হলেও খবরে উঠে এল ভবানীপুরের রামময় রোড। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওখানে প্যান্ডেল বেঁধে অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু বাসিন্দারা বাধা দেন। বিজেপির মহিলা মোর্চার সঙ্গে তাঁদের বচসা হয়। লকেটের অভিযোগ, ‘‘পুলিশের অনুমতি নেওয়া থাকলেও তৃণমূলের গুন্ডারা অনুষ্ঠান করতে দেয়নি।’’ পুলিশের বক্তব্য, কোনও অনুমতিই নেয়নি বিজেপি।
সুরেশ দাস নামে এক বাসিন্দা বলেন, ‘‘বাড়ির সামনে এ ভাবে প্যান্ডেল বেঁধে অনুষ্ঠান করা যায় না।’’ স্থানীয় কাউন্সিলর সন্দীপ বক্সীর বক্তব্য, গন্ডগোলের কথা তাঁরা জানা নেই। পুলিশের হস্তক্ষেপে মহিলা মোর্চার কর্মীরা সামনের পার্কে গিয়ে মোবাইলে মোদীর অনুষ্ঠান দেখেন। রাজনৈতিক শিবিরের একাংশের ব্যাখ্যা, তৃণমূল ঝামেলা পাকানোয় বিজেপি প্রচারের আলো পেয়ে গেল।