মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অখিলেশ যাদব। —নিজস্ব চিত্র।
একটাই লক্ষ্য। বিজেপিকে রোখা। আর সে জন্য তৃণমূলের হাত ধরতে চায় সমাজবাদী পার্টি।
শনিবার সমাজবাদী পার্টির রাজ্য সম্মেলন উপলক্ষে কলকাতায় এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে ফের বন্ধুত্বের বার্তা দিয়ে গেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
বিভিন্ন রাজ্যে এখন সমাজবাদী পার্টির সম্মেলন চলছে। এ দিন কলকাতায় মহাজাতি সদনে ছিল এ রাজ্যের সম্মেলন। সেখানে বক্তা ছিলেন অখিলেশ। এ দিন সকালে বিমানবন্দরে নেমে সরাসরি মহাজাতি সদনে চলে যান তিনি। সেই পর্ব মিটিয়েই তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান। ঘণ্টাখানেকের মতো সেখানে ছিলেন তিনি।
আরও পড়ুন: ইভিএম কারচুপি করে পুরভোটে জিতেছে বিজেপি : সপা-বসপা
শুক্রবারই উত্তরপ্রদেশে পুরভোটের ফলপ্রকাশ হয়। তাতে বিজেপি-র ফল বেশ ভালই হয়েছে। সে কারণেই বোধহয় বিজেপিকে রুখতে অখিলেশ আরও তৎপর হয়েছেন। ঠিক কোন উপায়ে বিজেপির মোকাবিলা করা উচিত, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে।
আলোচনার পর বাইরে বেরিয়ে তিনি বলেন, ‘‘বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে হবে। সে জন্যই দিদির বাড়িতে এসেছি।’’